Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 25, 2017

ইফতারের দোয়া ও এর ফযিলত

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়াবিকা আ-মানতু ওয়া-লাইকা তাওয়াক্কালতু ওয়াআলা রিযকিকা আঠতারতু।অর্থঃ- ইয়া আল্লাহ! আমি তোমার আদেশ পালনের এবং তোমার সন্তিষ্টি অর্জনের জন্য রোযা রাখিয়াছি, তোমারইউপর ঈমান আসিয়াছি, তোমারই উপর ভরসা করিয়াছি আর তোমারই দেওয়া রেযেক দ্বারা ইফতার করিলাম।হযরত রাসুল (সাঃ) এর মশহুর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুুল আছ (রাঃ) ইফতারের সময় এই দোয়্ করিতামঃ-اللهم انی اسٸلک بر حمتک التی وسعت کل شٸ ان تغفر لیউচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়া-ছিয়াত কুল্লা শাইয়িন আনতাগ ফিরালী।<mঅর্থঃ- ইয়া আল্লাহ! আমি তোমার সেই রহমতের উসিলা দিয়া যাহা সব কিছুতেই শামিল রহিয়াছে, তোমার নিকট প্রার্থনা করিতেছি যে, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও।কোন কোন কিতাবে বর্ণিত আছে হযরত রাসুল (সাঃ) ইফতারেরসময় এই দোয়া করিতেনঃ-یا واسع الفضل اغفرلیউচ্চারণঃ- ইয়া ওয়াছেয়াল ফযলি ইগফিরলী।অর্থঃ- হে অসীম দয়ালু, আমাকে মাফ করিয়া দাও।.ইফতারের ফযিলতঃ-হযরত রাসুল (সাঃ) বলিয়াছেন কেহ যদি কোন রোযাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহ্ হইলে রোযাদার ব্যক্তি রোযার বদলে যে পরিমান সওয়াব লাভবে, শুধু ইফতার করানোর বরকতেই সেই পরিমান সওয়াব সেও লাভ করিবে। সুবহানআল্লাহ.আল্লাহ, আমারা সবাইকে রমযানের রোযা রাখার তৌফিক দিন, এবং রোযা ফযিলত আমাদের নসিব করেন, আমিন

Post Top Ad

Your Ad Spot

Pages