Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 24, 2017

সপ্তাহে কতবার মিলনে আগ্রহী সুন্দরীরা ?

সাধারণ যৌন মিলনের চেয়ে বেশি চান শতকরা ৫০শতাংশেরও বেশি নারী। সম্প্রতি ফার্টেইলিটিঅ্যাপ কিন্ডারা ৫০০ নারীর উপর সমীক্ষা চালিয়েএমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।সমীক্ষার ফলাফলে বলা হয়, শতকরা ৫৩ শতাংশনারীই বিদ্যমান অবস্থার চেয়ে বেশিবার যৌন মিলনকরতে চান। যার মধ্যে ৭৫ শতাংশ নারী চানসপ্তাহে তিনবারের চাইতে বেশিবার যৌন মিলনএবং ১৩ শতাংশ চান ছ’বারের বেশি।তাতে আরও উঠে এসেছে নারীদেরঅর্গাজমের তথ্যও। শতকরা ৩৯ শতাংশ নারীবলেছেন, যৌন মিলনের সময় তাদের অন্ততএকবার অর্গাজম হয়। যেখানে ১০ শতাংশ নারীর হয়একাধিক বার।যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কী? এই প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ নারীইবলেছেন মানসিক সম্পৃক্ততা। এর পরেরঅবস্থানেই ছিল উত্তেজনা যা ছিল ২৩ শতাংশনারীর মতামত।যৌন মিলনের পক্ষে সবচেয়ে বড় বাঁধা কোনটি?এমন প্রশ্নের জবাবে ৪০ শতাংশ নারীইদোষারোপ দিয়েছেন মানসিক চাপকে।-

Post Top Ad

Your Ad Spot

Pages