Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 17, 2017

জেনে নিন সব সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

জেনে নিন সব সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড.আজকাল মিসকল জিনিসটা উঠেই গেছে.দরকারে সবাই কলই দেয় তারপরও মোবাইলেটাকা না থাকা বা কম টাকা থাকা তো কোন অপরাধ না.আর এমন প্রয়োজনেই মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলো নিয়ে এসেছে অভিনবএক ব্যবস্থাযার নাম হল ইমারজেন্সি ব্যালেন্স.এত খুশি হবার কিছু নেই, কারণ আপনাকে যেটাকাটা দেওয়া হবে তা আসলে ধার.পরবর্তীতে আপনি টাকা রিচার্জ করলে ধার করা টাকা কেটে নেওয়া হবে.তাহলে আসুন জেনে নেই কোন সিমে কিভাবে এই ইমারজেন্সি ব্যালেন্স নিবেন ।.@@@ রবিঃ @@@.রবি সিমে এই সুবিধাটা পাওয়ার জন্যআপনাকে রবি ঝটপট ব্যালেন্সেরেজিস্ট্রেশন করে নিতে হবে.রেজিস্ট্রেশন- *৮৮১১*১#.ব্যালেন্স পাওয়ার জন্য “START” লিখেপাঠিয়ে দিন ৮৮১১নাম্বারে.এভাবে ০৫ থেকে ১০০ টাকা পর্যন্তইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন.রেজিস্ট্রেশন বাতিল করতে-*৮৮১১*২# অথবা “STOP” লিখে পাঠিয়েদিন৮৮১১নাম্বারে.ব্যালেন্স চেক করতে- *২২২*১৬#.@@@ জিপিঃ @@@.জিপি সিমের গ্রাহকরা ইমারজেন্সিব্যালেন্স হিসাবে ১০ থেকে ১০০ টাকাপর্যন্ত পাবেন.ব্যালেন্স পেতে- *১০১০*১#.ব্যালেন্স চেক করতে- *৫৬৬*২৮#.@@@ এয়ারটেলঃ @@@.এয়ারটেল সিমের গ্রাহকরাইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ৫টাকা, ১০ টাকা, মেসেজ, ৩০মেগাবাইট বা ৫০ মেগাবাইট পাবেন একদিনের জন্য.ব্যালেন্স পেতে- *১৪১*১০#.@@@ বাংলালিংকঃ @@@.বাংলালিংক সিমের গ্রাহকরাইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন.ব্যালেন্স পেতে- *৮৭৪#.এই পোস্টটি সবাই শেয়ার করেটাইমলাইনেরাখুন প্রয়োজনের সময় কাজে লাগবে

Post Top Ad

Your Ad Spot

Pages