Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 19, 2017

খিদে-ঘুমের মতোই যৌনতার চাহিদা পুরুষদের

খিদে-ঘুমের মতোই যৌনতার চাহিদা পুরুষদেরখিদে পাওয়া বা ঘুম পাওয়াটা যেমন মানুষের নিত্য চাহিদা, পুরুষেরা তেমনই ভাবেন যৌনতা নিয়ে। শতকরা ৭০ শতাংশ পুরুষেরাই নিরন্তর যৌনতা নিয়ে ভাবতে থাকেন। অন্যদিকে মহিলাদের মধ্যে শতকরার হিসেবে সংখ্যাটা মাত্র ১০-২০ শতাংশ।ব্রিটেনের এক নামী সাইকোলজিস্টর ধারণা অন্তত এমনটাই। এমিলি নাগস্কি, ম্যাসাচুসেটস-এর স্মিথ কলেজের এই অধ্যাপিকা বলছেন, “পুরুষদের কাছে সেক্স হল মারণ-বাঁচন সমস্যা।তাঁরা মনে করে, মিলিত না হলে তাঁরা মরে যাবেন!” পুরুষদের জন্য এই অধ্যাপিকার পরমার্শ, সঙ্গিনী আপনার মতো ভাবেন না বলে হীনমন্যতায় ভুগবেন না। কারণ মহিলাদের কাছে সেক্সুয়াল প্লেজারের থেকেও গুরুত্বপূর্ণ হল রোম্যান্স।এমিলির গবেষণাপত্রটি নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত হয়েছে যেখানে তিনি দাবি করেছেন, পুরুষেরা খিদে-ঘুমের মতো অনুভূতির মতোই ভাবেনসেক্সকে।বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। আপনারযদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G= good, N=nice) লিখে কমেন্ট করবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।

Post Top Ad

Your Ad Spot

Pages