Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 24, 2017

হস্তমৈথুন স্বাস্থের পক্ষে ভাল এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

হস্তমৈথুন স্বাস্থের পক্ষে ভাল এমনটাই দাবিকরছেন বিজ্ঞানীরা।মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি করা এক সমীক্ষাঅনুযায়ী ৯৪% পুরুষ ও ৮৫% মহিলা হস্তমৈথুন করারকথা স্বীকার করেছেন। এই অভ্যাস অতন্তস্বাভাবিক এবং গর্ভাবস্থায় থাকারসময় থেকেইশিশুরাও হস্তমৈথুন করে বলে দাবিবিজ্ঞানীদের।অস্ট্রেলীয় বিজ্ঞানী অ্যান্টনি সান্টেল্লা ওস্রিং সিনোয়া কুপারের মতে হস্তমৈথুন বাস্বমেহন মানুষকে সুস্থ রাখরে সাহায্য করে।সিসটিসিস, ডায়াবেটিস ও প্রোস্টেট ক্যান্সেরমত রোগ গুলিকে দূরে সরিয়ে রাখে।দ্য কনভার্সেশন নামের একটি ওয়েবসাইটেসান্টেল্লা ও কুপার লিখেছেন”মহিলাদেরক্ষেত্রে সারভাইকাল মূত্র নালীর সংক্রমণঠেকাতে কার্যকরী ভূমিকা নেয় হস্তমৈথুন।সারভিক্স টেনটিংয়ের ফলে ব্যাকটেরিয়া ভর্তিসারভাইকাল তরল বাইরে বেড়িয়ে আসে।”এর ফলে বহু সময় অর্গাসম হয় যাতে বিভিন্নহরমোনের ক্ষরণের ফলে অনিদ্রা ওমানসিকচাপ দূর হয়। কমে ডায়াবেটিসের সম্ভাবনাপুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসারেসম্ভাবনা কমায় হস্তমৈথুন। বিজ্ঞানীরাজানিয়েছেন হস্তমৈথুনের সময় এমন কিছুহরমোন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে নিষ্কৃতহয় যা ক্যান্সারের কারণ হতে পারে।স্বমেহননের ফলে মানসিক শান্তি বাড়ে।ফলে এন্ড্রোফিন্স ও কর্টিসলের লেভেলবৃদ্ধি পায়।

Post Top Ad

Your Ad Spot

Pages