Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 25, 2017

ফোনের নেটওয়ার্ক শক্তিশালী করবেন যে উপায় নিয়ে কিছু কথা।

প্রচুর টাকা খরচ করে দামি ফোন কিনেছেন। ভেবেছিলেন যেখানে, সেখানে ফোনে ইন্টারনেট ব্যবহার করে, দেশের যেকোনো জায়গা থেকে ফোনে কথা বলে সবাইকে চমকে দেবেন। কিন্তু ফলাফল হল উল্টো। মাঝে মাঝেই দেখছেন, আপনার ফোনে নেটওয়ার্ক থাকছে না। কথা বলতে বলতে হঠাৎই গায়েব ! নেটও চলছে না।সঙ্গে সঙ্গে পুরো দোষটা গিয়ে পৌঁছায় নেটওয়ার্ক কোম্পানির ওপর। কিন্তু জানেন কি? সব সময় নেটওয়ার্ক কোম্পানির জন্যই নেটওয়ার্ক চলে যায় না। অনেক সময়ই আপনার ফোনের কারণেও তা চলে যেতে পারে। তা যতই দামি ফোন হোক না কেন। তবে এমন কিছু কায়দা রয়েছে, যা মেনে চললে নেটওয়ার্কথাকবে সবসময়।১) প্রথমেই গুগল স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন নেটওয়ার্ক বুস্ট অ্যাপ।২) যে অ্যাপগুলো ডাউনলোড তো করে ফেলেছেন। কিন্তু কোনও দিনই কাজেলাগছে না। সেগুলো চটজলদি ডিলিট করে ফেলুন।৩) যতটা পারবেন ফোন মেমোরি হালকাকরুন।৪) মাঝে মধ্যেই ক্লিন করুন হিস্ট্রি।৫) নজরে রাখুন আপনার অজান্তে কোনও অ্যাপ নিজে থেকে চলছে না তো?৬) ডাউনলোড করার সময় নজর রাখুন অন্য কোনও অ্যাপ যেন RUN না করে।৭) নেটওয়ার্ক চলে গেলে ফোন সুইচঅফ করে ফের অন করুন।৮) অনেক সময় ফোনে চার্জ না থাকলেও, নেটওয়ার্ক সমস্যা করে।৯) নেটওয়ার্ক চলে গেলে কাচের গ্লাসের মধ্যে ফোনটা রেখে দিন। দেখবেন নেটওয়ার্ক চলে আসবে।

Post Top Ad

Your Ad Spot

Pages