Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 24, 2017

নিউজিল্যান্ডকে হারালেই ছয়ে ওঠার সাথে বিশ্বকাপও নিশ্চিত হবে বাংলাদেশের

একটিমাত্র জয়ইবদলে দিতেপারে অনেককিছু। বুধবারডাবলিনের ক্লনটার্ফেনিউজিল্যান্ডকে হারাতে পারলেই২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলানিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।সঙ্গে নিশ্চিত হবে র্যাংকিংয়ে ছয়নম্বরে ওঠাটাও। মাশরাফি বিনমর্তুজারা কী পারবেন, সেই অধরাস্বপ্নকে ক্রিকেটপ্রেমীবাংলাদেশের মানুষের হাতেরমুঠোয় পুরে দিতে! বুধবার পৌনেচারটায় শুরু হবে বাংলাদেশ আরনিউজিল্যান্ডের ম্যাচটি।এই নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নয়।ত্রিদেশীয় সিরিজে দলটির বিপক্ষেপ্রথম ম্যাচে জয়টা প্রায় হাতেরনাগালে চলে এসেছিল। ব্যবধানটাছিল ব্যাটিংয়ে। আর কিছু রান করতেপারলেই হয়তো, বুধবার ক্লনটার্ফেহতো ত্রিদেশীয় সিরিজেরশিরোপা লড়াই; কিন্তু সেটা আগেইনিশ্চিত করে ফেলেছে কিউইরা।তিন ম্যাচের তিনটিতেই জিতেছেতারা। বাংলাদেশের একটি ম্যাচভেসে গেছে বৃষ্টিতে। একটিতেজিতেছে এবং আরেকটিতে হেরেছে।আয়ারল্যান্ডের কাছে যদি দ্বিতীয়ম্যাচে বাংলাদেশ হেরে যেতোতাহলে র্যাংকিংয়ে বড় ধরনেরঅধঃপতন ঘটে যেতো মাশরাফিদের।পয়েন্ট একলাফে নেমে আসতো ৮৩-তে। তখন, পাকিস্তান উঠেযেতো বাংলাদেশের ওপরে, সাতনম্বরে। বাংলাদেশ নেমে যেতোআট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেব্যবধানটা হতো মাত্র চার পয়েন্টের।আয়ারল্যান্ডকে বড় ব্যবধানেহারানোর কারণে বড় অধঃপতনেরশঙ্কাটা আপাতত কেটেছে।বাংলাদেশ সাত নম্বরেই থাকছে-এটা নিশ্চিত। ত্রিদেশীয় সিরিজেরশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছেহারলেও। আগামী ৩০ সেপ্টেম্বরেরমধ্যে সেরা আট দলের মধ্যে থাকতেপারলেই বাংলাদেশের সরাসরিবিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েযাবে।বাংলাদেশের র্যাংকিং পয়েন্টএখন ৯১। নিউজিল্যান্ডের কাছেহেরে গেলে বাংলাদেশের পয়েন্টদাঁড়াবে ৯০। তাতেও পাকিস্তানেরসঙ্গে ব্যবধান থাকবে ২ পয়েন্টের। ৯নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেব্যবধান তখন দাঁড়াবে ১১ পয়েন্টের।আগামী ৩০ সেপ্টেম্বরের আগে এই ১১পয়েন্টের ব্যবধান কমানোর কোনোইসুযোগ নেই ক্যারিবীয়দের। সুতরাং,দৈব কিছু ঘটে না গেলে আগামীবিশ্বকাপে টিম বাংলাদেশেরসরাসরি খেলা প্রায় নিশ্চিত।আর ত্রিদেশীয় সিরিজের শেষম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেপারলে বাংলাদেশের পয়েন্ট হয়েযাবে ৯৩। র্যাংকিংয়ে ৬ নম্বরেথাকা শ্রীলঙ্কার সমান হয়ে যাবেবাংলাদেশের পয়েন্ট। তবে,ভগ্নাংশের হিসেবে এগিয়ে যাবেমাশরাফিরা। সুতরাং, শুধু বিশ্বকাপনিশ্চিত করাই নয়, একই সঙ্গেশ্রীলংকার মত দলকে পেছনে ফেলের্যাংকিংয়ের ছয় নম্বরে উঠেযাওয়ার সুবর্ণ সুযোগ মাশরাফিদেরহাতে।পারবেন কী মাশরাফি-সাকিবরা?পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পরশ্রীলঙ্কাকেও ওয়ানডের্যাংকিংয়ে নিজেদের পেছনেফেলতে?আইসিসির সর্বশেষ ওয়ানডের্যাঙ্কিংঅবস্থান দল পয়েন্ট১. দক্ষিণ আফ্রিকা ১২৩২. অস্ট্রেলিয়া ১১৮৩. ভারত ১১৭৪. নিউজিল্যান্ড ১১৬৫. ইংল্যান্ড ১১০৬. শ্রীলঙ্কা ৯৩৭. বাংলাদেশ ৯১৮. পাকিস্তান ৮৮৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯১০. আফগানিস্তান ৫২

Post Top Ad

Your Ad Spot

Pages