Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 30, 2017

[লাইফ স্টাইল] সত্যিকারের ভদ্রমেয়ের কিছু বৈশিষ্ট্য--

ভদ্রমেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য।এমন অনেকপুরুষ আছেন যারা ভদ্রমেয়ে বিয়ে করবেন এইভেবে বিয়েই করছেন না, অথচবিয়ের বয়সযাচ্ছে পেরিয়ে। আসুন কিছু কমনবৈশিষ্ট্যদেখে চিনে নেই সত্যিকারের ভদ্রমেয়েঃ---[/colour]১) ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদেরপোশাক নিয়ে খুবসচেতন থাকে। এমন কিছুপরে না যাতে করেবাহিরের কেউ চোখতুলে তাকাতে সাহস করে।অনেকেবোরখাপরতেস্বাচ্ছন্দ্যবোধকরে।২) ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপারনিয়ে খুবসিরিয়াস থাকে। তারা সচারচরপ্রেমে জড়াতেচায় না, কিন্তুযদি কারো সাথে প্রেমে জড়িয়েতাহলে মন প্রাণদিয়ে চেষ্টা করে তা টিকিয়ে র৩) ভদ্র মেয়েরা সবসময় বন্ধু, পরিবারএবংবয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্বদেয়। একটিরজন্য অপরটির উপর প্রভাব পড়ুকতা তারা চায় না।যার জন্য তাদেরঝামেলা পোহাতে হয় বেশি।৪) ভদ্র মেয়েদের রাগ একটু বেশি।যার উপররেগে যায় তাকে মুখের উপর সববলে দেয়।মনে কোনও রকম রাগ,হিংসে লুকিয়ে রাখে না।এতে অনেকেরকাছে ঝগড়াটে উপাধিওপেয়ে বসে।৫) ভদ্র মেয়েদের রাগেরঝামেলা পোহাতে হয়বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে।এরা রেগে থাকলেঅযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে।পরবর্তীতে নিজেদেরভুল বুঝতে পেরে সরি বলে।যে মেয়ে তারবয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতেবয়ফ্রেন্ডকে খুববেশি ভালোবাসে।৬) ভদ্র মেয়েরা সাধারণতফেসবুকে ছবি আপলোডদেয় না। যদি দেয়তাহলে প্রাইভেসি দিয়ে রাখে।ফেসবুকে কতিপয় লুলু পুরুষথেকে তারা ১০০ হাতদূরে থাকে।৭) ভদ্র মেয়েদের বন্ধু/বান্ধবেরসংখ্যা খুব সীমিতথাকে।৮) ভদ্র মেয়েরা আড্ডা বাজিতে খুবএকটা যেতে চায় না। যার জন্যতাদের বন্ধু/বান্ধবথেকে ভাব্বায়ালি/আনকালচারখেতাব পেতে হয়।৯) ভদ্র মেয়েদের কবিতা লেখারপ্রতি আগ্রহবেশি। তারা তাদেরলেখা কবিতা সচরাচর কাছেরমানুষ ছাড়া কাউকে দেখাতে চায়না।১০) ভদ্র মেয়েরা সাধারণঘরকুনো স্বভাবেরবেশি হয়।১১) ভদ্র মেয়েদেরকাছে পরিবারের সম্মানটুকু সবারআগে। তারা পরিবারের সম্মানেরবিরুদ্ধে কোনওকাজ কখনও করে না।

Post Top Ad

Your Ad Spot

Pages