Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 22, 2017

কম্পিউটার হ্যাং হতে পারে যেসব কারণে

সঠিকভাবে ব্যবহার না করলেকম্পিউটারে অনেক ধরনের সমস্যাতৈরি হয়। এর মধ্যে হুটহাট কম্পিউটারথমকে (হ্যাং) যাওয়া অন্যতম। কীকী কারণে কম্পিউটার হ্যাং হতেপারে, তার একটি তালিকা দেওয়াহলো।* কাজের ধরন অনুযায়ীকম্পিউটারের র্যামের পরিমাণ কমথাকলে কম্পিউটার ঠিকমতো কাজকরতে পারে না এবং হুটহাট হ্যাংহয়ে যায়।* কম্পিউটারের কাজ করার পরিমাণনির্ণয় করে প্রসেসর। তাই প্রসেসরেরমান ভালো না হলে কম্পিউটারহ্যাং হওয়াটা স্বাভাবিক।* কম্পিউটারের হার্ডডিস্কেরসংযোগ সঠিক না হলে হঠাৎকম্পিউটার হ্যাং হতে পারে।* এ ছাড়া অন্য কোনোহার্ডওয়্যারের সংযোগে বাহার্ডওয়্যারেই সমস্যা থাকলেকম্পিউটার হ্যাং হতে পারে।* সাধারণত ভাইরাসের কারণেইকম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতাবেশি থাকে। আর এই ভাইরাসঅপারেটিং সিস্টেমের কিছুফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করেদেয়। যার কারণে কম্পিউটার প্রায়ইহ্যাং হয়।* কম্পিউটারের প্রসেসরের সংযোগঠিকমতো না হলে কম্পিউটার হঠাৎকরে চলতি কাজকে থামিয়ে দিয়েহ্যাং হয়ে যেতে পারে। এমনকি এরজন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ারপরও ঠিক হয় না।* যদি অপারেটিং সিস্টেমে ত্রুটিথাকে। ত্রুটি বলতে কোনোসিস্টেম ফাইল যদি পড়ে যায়(ডিলিট) বা অন্য কোনো কারণে নষ্টহয়ে যায়, তাহলেও কম্পিউটারহ্যাং হতে পারে।* কম্পিউটার গেমের পাশাপাশিকিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুবউচ্চ গ্রাফিকসসম্পন্ন, যা সাধারণত কমর্যাম এবং কম প্রসেসরেরক্ষমতাসম্পন্ন কম্পিউটারে চালনাকরলে কম্পিউটার হ্যাং হওয়ারআশঙ্কা থাকে।

Post Top Ad

Your Ad Spot

Pages