Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 8, 2017

এসো হে বৈশাখ রমনার বটমূলে বৈশাখ SMS

১) বছর শেষে জরা পাতা বলল উড়ে এসে ! একটি বছর পেরিয়ে গেলো ? হাওয়ার সাথে ভেসে ! নতুন বছর আসছে তাকে যতন করে রেখো ? স্বপ্নগুলো সত্যি করে ভীষন ভালো থেকো ! ¤¤শুভ নববর্ষ ১৪২৪¤২) ♥”ইলিশ মাছের ৩০ কাঁটা ♣ ♥”বোয়াল মাছের দাড়ি ♣!!! ♥”বৈশাখমাসের ১ তারিখে”♣ ♥”আইসো আমার বাড়ি♣!!! ♥”ছেলে হলে পানজাবি”♣ ♥”মেয়ে হলে শাড়ি♣!!! ♥”করব বরন বন্ধু তোমায়”♣ ♥”আইসো আমার বাড়ি♣!!! [[আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল ।]]৩) বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! *”শুভ নববর্ষ”*৪) বন্ধু তোমায় দিলাম SMS মিষ্টি হেঁসে নিও, ভাল যদি না লাগে Delete করেদিও। এটিই দিয়ে শেষ করলাম সৃতি করে রেখো আমার কথা পড়লে মনে SMSটি দেখো। “শুভ নববর্ষ” ;bangla boishakhi sms;৫) তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভনববর্ষ !. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা; bangla_boishakhi_sms;৬) পাখীর ডানায় লিখে দিলাম নববর্ষের নাম,বন্ধু তোমরা খুজে দেখ পাবে সুখের ঘ্রাণ|মনের সকল পুরাতন কষ্ট করে ফেল নষ্ট তাইতো বন্ধু তোমারে জানাই, “শুভ নববর্ষ”।৭) বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে ,উদাসী হাওয়ার সুরে সুরেরাঙ্গা মাটির পথটি জুড়ে….. “শুভ নববর্ষ” ; boishakhi banglasms;৮) এসো হে বৈশাখ এসো এসো রমনার বটমূলেকথা হবে প্রাণখুলে জানিয়ে দিলাম আমি তুমাকে তুমার সাথে দেখা হবে পহেলা বৈশাখে; bangla boishakhi sms;৯) উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মনভরে উঠুক খুশির ঝরে , শুভ নভবর্ষ ; bangla boishakhi sms;

Post Top Ad

Your Ad Spot

Pages