Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 13, 2017

যে কারনে গোপননাঙ্গ ছোট হয় বলছে গবেষকরা ছেলেরা অবশ্যই পড়বেন কাজে লাগবে।

পুরুষদের জন্য সতর্কতা।
একেবারে ধূমপান করবেন না। না, এটা কোনও জ্ঞান
দেওয়া নয়। ধূমপান করলে আর ফুসফুস কিংবা হার্টের
বারোটা বাজবে না। বরং আরও ভয়ঙ্কর কিছু ঘটতে
পারে। যেটা শুনলে হয়তো একবার হলেও
সিগারেট ছাড়া কথা ভাবাবে যে কোনও পুরুষদের।
গবেষণা বলছে, নিয়মিত ধূমপানে ক্রমশ ছোট
হতে পারে পুরুষাঙ্গ। অবাক শুনতে লাগলেও এটাই
সত্যি। সম্প্রতি বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ
মেডিসিন এমনটাই গবেষণা তথ্য প্রকাশ করেছে।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একথা জানেন না
এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ,
সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে
সতর্কীকরণ ‘স্মোকিং কিলস’।
ধূমপায়ী২০০ পুরুষের ওপর টানা কিছু দিন ধরে
গবেষণার পর, রিপোর্টটি প্রকাশিত হয়। তাতে দেখা
গিয়েছে ধূমপায়ী প্রত্যেক পুরুষের কাছ
থেকে পাওয়া ফিডব্যাক এক-ই। প্রত্যেকেই
একবাক্যে স্বীকার করেছেন পুরুষাঙ্গা ছোট
হয়ে যাওয়ার কথা।
ছোট মানে, স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গের যে মাপ,
তা ছোট হয়ে যাওয়ার কথা বলছেন না গবেষকরা।
কিন্তু, যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ যতটা দীর্ঘ আগে
হত, ক্রমে তা আর হবে না। ক্রমে পুরুষাঙ্গ
সঙ্কুচিত হয়ে পড়বে।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা। পুরুষাঙ্গ
হচ্ছে ইলাস্টিকের মতো। উত্তেজনায় স্বাভাবিক
অবস্থার তুলনায় কয়েকগুণ বাড়ে। এবং, বাড়টা নির্ভর
করে পুরুষাঙ্গ -এ রক্তসঞ্চালনের ওপর।
ধূমপানে হার্টের যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয়-
এর রক্তসংঞ্চালন পথের। ফলে, রক্তসঞ্চালনের
পথে বাধা সৃষ্টি হয়। যে কারণে, যৌন
উত্তেজনাতেও আগের মতো পুরুষাঙ্গ আর
বাড়ে না

Post Top Ad

Your Ad Spot

Pages