Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 5, 2017

সোমালিয়ায় দুর্ভিক্ষে ১১০ জনের মৃত্য

গত দু’দিনে দক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষ ও
ডায়রিয়ায় অন্তত ১১০ জন মারা গেছে। শনিবার
দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের শিশু বিষয়ক
সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল,
খরায় এবছর অন্তত ২ লাখ ৭০ হাজার শিশু
তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে।
প্রধানমন্ত্রী হাসান আলি খায়রের দপ্তর থেকে
এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘খামারি ও
তাদের পশুদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে
দাঁড়িয়েছে। একই সময় কেউ খাদ্য সংকটের
কারণে দুর্ভিক্ষ, আবার কেউ ডায়রিয়ায়
আক্রান্ত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় উপসাগরীয়
এলাকায় দুর্ভিক্ষ ও ডায়রিয়ায় অন্তত ১১০ জন
মারা গেছেন।’
দুর্ভিক্ষ মোকাবেলা সংক্রান্ত কমিটির সঙ্গে
এক বৈঠকের পর প্রধানমন্ত্রী মৃত্যুন্মুখ
লোকদের সহযোগিতার আহ্বান জানিয়ে
বলেছেন, ‘সোমালি সরকার সর্বোচ্চ
সহযোগিতা অব্যাহত রাখবে এবং সকল
সোমালি যে যেখানে আছেন তাদেরকে মৃত্যুন্মুখ
লোকদের প্রতি সহযোগিতা ও বাঁচাতে এগিয়ে
আসার আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, ২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায়
অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু
হয়েছিল।

Post Top Ad

Your Ad Spot

Pages