Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 30, 2016

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া টেস্ট দলে অ্যাগার

টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিন বছর আগে।
পারফর্মেন্স খুব একটা খারাপ করেননি।
কিন্তু আর সুযোগ হয়নি দলে থাকার। সেই
অ্যাস্টন অ্যাগার আবারও ফিরলেন ৩ বছর পর।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের
জন্য ঘোষিত ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে
ডাকা হয়েছে অ্যাগারকে। এছাড়া দলে ফিরেছেন
স্টিভ ও কেফি। ফলে দ্বিতীয় টেস্টের দলে থাকা
নিক ম্যাডিনসন ও চাঁদ সাইয়ার্সকে বাদ পড়তে
হলো।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে অ্যাশেজ
সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পান অ্যাগার।
সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হয়
অ্যাগারের। বল হাতে প্রথম ইনিংসে উইকেশূন্য
থাকলেও, ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং-
এ নেমে ৯৮ রানের অসাধারন একটি ইনিংস
খেলেছিলেন অ্যাগার। পরের টেস্টেও একাদশে
ছিলেন অ্যাগার। কিন্তু এরপর আর
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা হয়নি তার। তবে
ঘরোয়া আসরে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত
পারফরমেন্সের ফল হিসেবে আবারো টেস্ট
স্কোয়াডে ডাক পেলেন ২৩ বছর বয়সী
অ্যাগার।
অ্যাগারের দলভুক্তি সম্পর্কে অস্ট্রেলিয়ার
কোচ ড্যারেন লেহম্যান বলেন, "গেল মাসে
সিডনিতে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে ১০
উইকেট নিয়েছিলো অ্যাগার। তার অনেক
উন্নতি হয়েছে। তার পারফরমেন্স আমাদের মুগ্ধ
করেছে। এ ছাড়া প্রতিপক্ষের ডান-হাতি
ব্যাটসম্যানদের বেকাদায় ফেলতে আমাদের
একজন বাঁ-হাতি স্পিনার প্রয়োজন ছিলো।"
এ দিকে গেল জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে
অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন
ও'কেফি। এরপরই ইনজুরিতে পড়েন তিনি।
পুরোপুরি ফিট হয়ে উঠায় আবারো অস্ট্রেলিয়া
তাকে দলে ডেকেছে বলে জানান লেহম্যান।
অসিদের হয়ে এখন পর্যন্ত ৩ টেস্টে ১০ উইকেট
নিয়েছেন এই বাঁ-হাতি বোলার।
আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে
অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার সিরিজের
তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দুই ম্যাচ জিতে ২-০
ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয়
নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ
(অধিনায়ক), ম্যাথু রেনশ, ডেভিড ওয়ার্নার,
উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, হিলটন
কার্টরাইট, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড
(উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, স্টিভ ও'কেফি,
জশ হ্যাজেলউড, নাথান লিঁও ও জ্যাকসন
বার্ড।

Post Top Ad

Your Ad Spot

Pages