Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 30, 2016

হৃত্বিক-লিসার উত্তেজক ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়!

ইংরেজি নববর্ষের ঠিক আগ মুহূর্তে আবারো
আলোচনা-সমালোচনার শিরোনামে চলে
এসেছেন বলিউড তারকা হৃত্বিক রোশান।
মডেল লিসা হেইডনের সঙ্গে এক উত্তেজক
ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলায়
নতুন করে আলোচনায় আসেন বলি হার্টথ্রুব
হৃত্বিক। সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর
প্রচ্ছদে সেই ছবি প্রকাশিত হওয়ার পরই
অনলাইনে ঝড় উঠে।
ভোগ-এ প্রকাশিত 'বডি বিউটিফুল'
শিরোনামের ওই ছবিতে শরীর গঠনে সবাইকে
সচেতন করার জন্যই দুই তারকা একসঙ্গে
দর্শনীয় পোজ দেন। হৃত্বিকের পেটা শরীরের
সঙ্গে কালো সুইম স্যুট ও রেড হিল পরা
লিসার আবেদনময় ছবি বেশ আলোড়ন সৃষ্টি
করে। হৃত্বিক ও লিসার এ ছবির ডিজাইন করেন
আনাইতা শ্রফ আদাজানিয়া। আর ছবিটি
তুলেছেন এরিকোস অ্যান্দ্রু।
এর আগে 'ধুম টু'তে হৃত্বিকের পোশাকের
ডিজাইন করেছিলেন আনাইতা। কিন্তু ভোগের
এই খোলামেলা ছবিতে বেশ উত্তেজনা
ছড়িয়েছেন হৃত্বিক ও লিসা।

Post Top Ad

Your Ad Spot

Pages