Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 2, 2016

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৭ - গণিত ৮০

প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
# নিচের তথ্যের আলোকে ১০ থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। D, E, F যথাক্রমে BC, CA, AB বাহুর মধ্যবিন্দু।
১০। ╨FDE এর ডিগ্রি পরিমাপ কত?
ক. 30হ্ন খ. 45হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
১১। BDEF চতুর্ভুজের—
i. প্রতিটি বাহুই সমান
ii. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে
iii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১২। ╨AFE + ╨EDC = কত ডিগ্রি?
ক. 90হ্ন খ. 120হ্ন গ. 180হ্ন ঘ. 360হ্ন
১৩। কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে এর পরিসীমা কত সেমি?
ক. 5 সেমি খ. 10 সেমি
গ. 20 সেমি ঘ. 25 সেমি
# নিচের চিত্রের আলোকে ১৪ থেকে ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৪। AD = কত সেমি?
ক. 2 খ. 3 গ. 5 ঘ. 6
১৫। ╨ABD = কত ডিগ্রি?
ক. 45হ্ন খ. 55হ্ন গ. 60হ্ন ঘ. 120হ্ন
১৬। ঘুড়িটির পরিসীমা কত সেমি?
ক. 6 খ. 10 গ. 16 ঘ. 24
১৭। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গসেমি হলে এর পরিসীমা কত সেমি?
ক. 4 খ. 16 গ. 32 ঘ. 256
১৮। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় 5 সেমি এবং উচ্চতা 5 সেমি। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক. 12.5 খ. 25 গ. 50 ঘ. 125
১৯। একটি রম্বসের ক্ষেত্রফল 32 বর্গ একক হলে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কত বর্গ একক?
ক. 16 খ. 32 গ. 512 ঘ. 1024
২০। কোন ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে—
i. প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল a2 বর্গ একক
ii. ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2 বর্গ একক
iii. ঘনকের আয়তন a3 ঘন একক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
অধ্যায়-৯
১। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
ক. 8 সেমি খ. 12 সেমি
গ. 17 সেমি ঘ. 18 সেমি
২। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 264 বর্গ সেমি এবং এর ভূমি 22 সেমি হলে উচ্চতা কত?
ক. 6 সেমি খ. 12 সেমি
গ. 24 সেমি ঘ. 28 সেমি
# ওপরের চিত্রের আলোকে নিচের ৩ থেকে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩। AC বাহুর দৈর্ঘ্য কত?
ক. 2 সেমি খ. 6 সেমি
গ. 12 সেমি ঘ. 18 সেমি
৪। ABC এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক. 24 খ. 48 গ. 60 ঘ. 80
৫। ত্রিভুজটির পরিসীমা কত?
ক. 6 সেমি খ. 8 সেমি
গ. 10 সেমি ঘ. 24 সেমি
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
ইংরেজি ২য় পত্র
1. a) on b) from c) with d) behind e) to f) of.
2. a) about; b) upon; c) with; d) with; e) about; f) by.
3. a) in; b) to; c) from; d) up; e) for/to; f) to.
4. a) in; b) behind; c) against; d) to; e) to; f) from.
5. a) to; b) in; c) to; d) after; e) from; f) in.
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
প্রশ্ন করো, উত্তর জানো
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য
প্রশ্ন পাঠাবে নিচের ঠিকানায়
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

Post Top Ad

Your Ad Spot

Pages