Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 2, 2016

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয় - 129

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৮
৫৪। বাংলাদেশের কোন অঞ্চলে অনেক সময় খরা দেখা যায়?
ক. দক্ষিণ খ. পূর্ব গ. উত্তর ঘ. পশ্চিম
৫৫। খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগকালে শুকনো খাবার মজুত না রাখা
ঘ. নগদ অর্থ মজুত না রাখা
৫৬। বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে তাদের কী বলা হয়?
ক. ভূমিকম্প ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প ঝুঁকির আশঙ্কিত এলাকা
গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা
৫৭। ভূমিকম্পপ্রবণ এলাকা নিচের কোনটি?
ক. পিরোজপুর খ. বরগুনা
গ. বরিশাল ঘ. বগুড়া
৫৮। কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. ভূমিকম্প ঘ. ঝড়
৫৯। ভূমিকম্পের পূর্ব সতর্কতার জন্য কী করতে হবে?
i. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখা
ii. আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে টেবিল রাখতে হবে
iii. ঘরের ভারী আসবাবপত্র মেঝের ওপর রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬০। দারিদ্র্যের প্রভাবে পাহাড়ি এলাকার মানুষ কী উজাড় করে?
ক. বাড়িঘর খ. অর্থ-সম্পদ
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ঘ. বন
৬১। কখন লিফট ব্যবহার করা যাবে না?
ক. বিদ্যুত্ চলে গেলে
খ. ঝড়ের সময়
গ. ভূমিকম্পের সময় ঘ. প্রচণ্ড গরমের সময়
৬২। কী কারণে ভূমিকম্প সংঘটিত হয়?
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত
খ. ভূমিধস গ. সুনামি ঘ. ঘূর্ণিঝড়
৬৩। ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায়?
ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি
খ. দুর্যোগের সময় প্রস্তুতি
গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি
ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি
৬৪। বাড়িঘর বন্যায় ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
ক. আশ্রয়কেন্দ্রে
খ. পাশের বাড়িতে
গ. আত্মীয়ের বাড়িতে
ঘ. ঘরের মধ্যে উঁচু স্থানে
৬৫। সুনামি কী?
ক. একটি দেশের নাম
খ. একটি রাজধানীর নাম
গ. একটি দ্বীপের নাম
ঘ. একটি প্রাকৃতিক দুর্যোগের নাম
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮
৫৪. গ ৫৫. ক ৫৬. গ ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ক ৬০. ঘ ৬১. গ ৬২. ক ৬৩. গ ৬৪. ক ৬৫. ঘ

Post Top Ad

Your Ad Spot

Pages