Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 30, 2016

জেনে নিন দাম্পত্য জীবনে সুখের জন্য মাসে কতবার মিলন করা উচিত!

সাইকোথেরাপিস্ট এম গ্যারি
নিউম্যান তার এক গবেষণায়
দেখেছেন, সদ্য বিবাহিত দম্পতিরা
সাধারণত মাসে ৩ থেকে ৪ বার
মিলিত হন। তবে এক মাসে যদি অন্তত ১১
বার মিলিত হওয়া যায়, তাহলে
দম্পতিরা মানসিকভাবে অনেক বেশি
সুস্থ থাকেন।
জেনে নিন স্বামী স্ত্রী সহবাসে
একজন পুরুষকে যে ৫ টি কাজ করতেই হবে
!
নিউম্যান বেশ কিছু সদ্য বিবাহিত অথচ
অসুখী দম্পতির ওপর সমীক্ষা চালিয়ে
দেখেছেন, কম বার যৌন মিলনের ফলে
তাঁদের জীবনে মানসিক চাপ, আর্থিকh
চিন্তা, অনিদ্রার মতো সমস্যা
অনেকটাই বেড়েছে। গবেষণা শেষে
তিনি বলেন, বিয়ের প্রথম দুই বছরে অন্তত
দম্পতিদের একটু বেশি বার মিলিত
হওয়া উচিত। তাতে সম্পর্কে অন্তরঙ্গতা
ও উত্তেজনা বজায় থাকে।

Post Top Ad

Your Ad Spot

Pages