Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

জেনে নিন মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়!

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতিনিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷স্পিড বাড়ানোর উপায় তুলে দেয়া হলো-১৷ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন।২৷ আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।৪। আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।৫৷সর্বশেষ আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতেঅ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

Post Top Ad

Your Ad Spot

Pages