Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 10, 2018

বাজারে এলো দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ফোন!

বাজারে এলো দুনিয়ার সবচেয়ে শক্তপোক্ত ফোন। এটি এনেছে সনিম নামের একটি প্রতিষ্ঠান। ফোনটির মডেল দ্য সনিম এক্সপি৮। প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই দুনিয়ার সবচেয়ে ‘রাফড-টাফড’ ফোন।স্পোটি ডিজাইনে তৈরি সনিমের ফোনটি কনস্ট্রাকশন ওয়ার্কার,ফায়ার ফাইটার এবং অ্যাডভেঞ্চারার্সদের জন্য ডিজাইন করা হয়েছে।মিলিটারি স্টান্ডার্ডে তৈরি সনিমের ফোনটি ধুলোবালি ও পানিরোধী। এটি শক প্রুফ। ড্রপ প্রফ। অর্থাৎ ফোনটি হাত থেকে পড়লেও ভাঙবে না।এছাড়াও এটি রেডিয়েশন প্রুফও। ডিভাইসটি অত্যাধিক গরম ও ঠান্ডায় সচল থাকবে। উচ্চ শব্দ কিংবা লোকে লোকারণ্য পরিবেশেও এটি দিয়ে কথা বলা যাবে।ফোনটিতে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেলের ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়া যাবে।ছবির জন্য আছে ১২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলেরসেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য এতে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটির মূল্য ৬৯৯.৯৯ ডলার।

Post Top Ad

Your Ad Spot

Pages