Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 8, 2018

টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

জুবায়ের আহমেদ:বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ইতিমধ্যে নিয়মিত সাফল্য পাচ্ছে। দলীয়ও ব্যক্তিগত সাফেল্য রঙ্গীন হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এখন আর আমাদের নিয়ে কেউ বাজে মন্তব্য কিংটা কটুক্তি করার আগে দশবার ভাবে। সর্বশেষ লংকানদের বিরুদ্ধে নিজেদের শততম টেস্টে জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ দল।টেস্ট ক্রিকেটে তেমন ছয় মারার প্রয়োজন হয় না। তারপরও অনেক ক্রিকেটারই আছেন, যারা লঙ্গার ভার্সনেও ছয় মারতে পছন্দ করেন। বাংলাদেশেওআছেন এমন অনেক ক্রিকেটার যারা টেস্টেও ছয় মারতে পছন্দ করেন এবং মারতেন।▶সর্বোচ্চ ছয়ের অধিকারী পাঁচ বাংলাদেশী-১। মোহাম্মদ রফিক, ৩৩ ম্যাচে তিনি সর্বোচ্চ ৩৪টি ছয় মেরেছেন।২। তামিম ইকবাল, ৫৪ ম্যাচে ৩৩টি ছয় মেরেছেন।৩। মুশফিকুর রহিম, ৬০ ম্যাচে ২৯টি ছয় মেরেছেন।৪। মাশরাফি বিন মোর্তুজা, ৩৬ ম্যাচে ২২টি ছয় মেরেছেন।৫। মোহাম্মদ আশরাফুল, ৬১ ম্যাচে ২২টি ছয় মেরেছেন।এছাড়াও সাকিব আল হাসান ১৯, রিয়াদ ১৬, ইমরুল কায়েস ১১, গাজী ১১ ও নাসির ১০টি ছয় মেরেছেন। কম ম্যাচে ছয়ের হিসেবে সোহাগ গাজীই মাত্র ১০টি ম্যাচে ১১টি ছয় মেরেছেন।

Post Top Ad

Your Ad Spot

Pages