Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 6, 2018

০২/০৪/২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে hsc পরীক্ষা, পরীক্ষার হলে করণীয় কাজ গুলো দেখে নেন।কাজে লাগতেও পারে।

…আগামী ০২/০৪/২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার হলে করণীয় কাজ গুলো একনজর দেখে নিন। একটু হলেও লাভ হবে।.১। অনন্ত ৩০ মিনিট আগেই পরীক্ষার হলের উদ্দেশ্য বের হতে চেষ্টা করবেন।২। খাতায় রেজিস্ট্রেশন নম্বর পূরন ওঅনান্য কাজ গুলা সতর্কতার সাথে করুন।৩। হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন।৪। অন্যদের থেকে আপনার খাতাআলাদাভাবে উপস্হাপন করার চেষ্টা করুন।৫। যে সকল প্রশ্ন গুলা খুব ভালো পারবেনমনে হয়, সে গুলা আগে লিখুন, তবেপ্রশ্নের বিভাগ পরিবর্তন করবেন না।৬। প্রশ্নের নম্বর গুলা ভাল করে লিখুন আরলেখার ধরনটা অনুচ্ছেদ আকারে হলে ভালহয়।৭। ভুল করেও কখনো নকল করতে যাবেননা।৮। সময় নির্ধারন করুন- নাহলে দেখা যাবে ১টা উদ্দীপক লিখবে ৪০ আরেক টা ২০ মিনিট ও না, এই বিষয় টা মাথায় রেখে প্রতিটা উদ্দীপকের জন্য ২২-২৫ মিনিট বরাদ্দ রাখা যায়। অন্যথায় সন গুলো প্রশ্ন লিখতে সময় পাবেন না।৯। সব গুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাকরুন।১০। খাতায় কোন ভাবে ভুল করে ফেললে,স্যারের সাথে কথা বলুন।১১। পরীক্ষার হলে নিজেকে অতিরিক্তকিছু ভাবার চেষ্টাও করবেন না।১২। পরীক্ষার শেষে খাতাটা ভালোকরে Cheak করুন।১৩। পরীক্ষার হল এ কম কথা বলাই বুদ্ধিমানের কাজ।–#সংকলনে – Saif Adnan OrkoBBA Honours (Accounting)National University……………………………

Post Top Ad

Your Ad Spot

Pages