Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 9, 2018

কোনো ঔষধ দেখে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা কোন রোগের জন্য?

সাধারণ মানুষ ঔষধ দেখে বলতে বা বুঝতে পারবে না যে এটা কোন রোগের ঔষধ। একমাত্র ডাক্তার ও মেডিকেলের ছাত্ররাই এটা বুঝতে পারবে। ঔষধের মধ্যে যে উপাদান থাকে সেটা দেখে বোঝা যায় যে এটা কোন রোগের বা কিসের ঔষধ। যেমনঃ জ্বর এবং মাথা ব্যথা হলে খেতে হয় প্যারাসিটামল কিন্তু প্যারাসিটামল উপাদান দেওয়া ঔষধ অনেক আছে। যেমন- ট্যাবলেট টামেন, এইচ, ট্যাবলেট নাপা ইত্যাদি। এসকল ঔষধের মূল উপাদান হলো প্যারাসিটামল। ঔষধের নাম হিসেবে সরাসরি উপাদানের নাম দেওয়া থাকে না। এরকম ভাবে গ্যাস্ট্রিকের ঔষধের উপাদান থাকে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, রেনিটিডিন, রেবিপ্রাজল, পেন্টোপ্রাজল ইত্যাদি উপাদান। ঔষধের নামের নিচের উপাদান গুলো থেকে বোঝা যায় যে এটা গ্যাস্ট্রিকের ঔষধ। তাহলে উপাদান থেকে বোঝা যায় যে এটা কোন রোগ বা কিসের ঔষধ। বিঃদ্রঃ শুধুমাত্র ডাক্তার বা মেডিকেলের ছাত্ররাই ঔষধ দেখে বুঝতে পারবে যে এটা কোন রোগের ঔষধ। সাধারণ মানুষের পক্ষে এটা জানা অসম্ভব।

Post Top Ad

Your Ad Spot

Pages