Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 20, 2018

কেয়ামতের সময় আরশ ধরে থাকা ফেরেশতারাও ধ্বংস হবে?

প্রশ্ন : কেয়ামত যখন হবে, তখন আল্লাহপাকের আরশ যে ফেরেশতারাধরে আছেন, তাঁরাও কি ধ্বংসপ্রাপ্ত হবেন?উত্তর : আল্লাহু সুবহানাহুতায়ালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেন, ‘আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, শিঙ্গায় প্রথম ফুতকারের সঙ্গে সঙ্গে তাদের সবার মৃত্যু হবে। শুধু আল্লাহু রাব্বুল আলামিন যাকে বা যে জিনিস সম্পর্কে চাইবেন, সেগুলো ছাড়া।’এর মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে, যারা আরশ বহন করবে, আটজন ফেরেশেতা, তারা এর মধ্যে থাকবে না। কিন্তু কেউ কেউ বলেছেন, না, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটি তাফসিরের বিষয়। এটা সরাসরি কোরআন অথবা হাদিসের বক্তব্যেরমাধ্যমে প্রমাণিত কোনো বিষয় না।তবে আহলুত তাহকিক মাহকি ওলামায়ে কেরাম বলেছেন যে, আরশবহনকারী যে আটজন ফেরেশতা রয়েছেন, তাঁরা সেই দলের অন্তর্ভুক্ত হবেন, আল্লাহর চাওয়ায় যাঁদের মৃত্যু হবে না। এই তাফসির থেকে এতটুকু বোঝা যায় বা উপলব্ধি করা যায়। তবে আবার বলছি, এটি কিন্তু তাফসির। এর পক্ষে সরাসরি কোরআন বা হাদিসের কোনো আয়াত বা দলিল নেই।সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন

Post Top Ad

Your Ad Spot

Pages