Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 30, 2018

ঠোঁট দেখেই চিনে নিতে পারেন সঙ্গী সম্পর্কে

কথায় বলে চোখ যে মনে কথা বলে। জানেন কি শুধু চোখ নয় ঠোঁটও কথা বলে। এটা তো ঠিক কথা বলতে গেলে ঠোঁট লাগেবেই। তবে ঠোঁট কথা বলে এটা শুনে অনেকেই আপনাকে পাগল ভাবতে পারে।আপনার ঠোঁট প্রতি মুহূর্তে কিছু না কিছু কথা বলে চলেছে। তাই ঠোঁট দেখে নীরব থেকেও চিনেনেয়া যায় কাছের মানুষটিকে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে কীভাবে ঠোঁট দেখেই চিনে নিতে পারবেন সঙ্গিকে সেই সম্পর্কে বিস্তারিত-১. পুরু ঠোঁট-এমন ঠোঁট নিজের আনন্দের ও অন্যের ইর্ষার কারণ হয়ে থাকে। এমন অধর যাদের থাকে, তাঁরা অত্যন্ত ভাল মানুষ হয়। সম্পর্ককে গুরুত্ব দিতে জানেন। নিজের আগে অন্যদের কথা ভাবেন এরা। আবার খুবই আত্মবিশ্বাসী হয়েও থাকেন। কোনও কাজের দায়িত্ব একবার নিলে তা পালন করেই ছাড়েন।২. সরু ঠোঁট-এরা খুবই স্বনির্ভর হয়ে থাকেন। নিজেদের নিয়েই ব্যস্তথাকেন। কিন্তু তা বলে এই নয় যে, এরা মানুষের সঙ্গে মিশতে পারেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা এরা ভালই দিতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে এঁদেরএকটু মাথা ঠান্ডা রাখা প্রয়োজন।৩. চওড়া ঠোঁট-এমন মানুষরা ঘর আলো করে থাকেন।যেখানে থাকেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কথাবলতে এরা খুবই ভালবাসেন। আর আপনাকেও নিজের আলোচনার মধ্যে টেনে নেওয়ার ক্ষমতা রাখেন। এমন একজন বন্ধু, যার সঙ্গে রাত দু’টোর পরও জমিয়ে আড্ডা দেওয়া যায়।

Post Top Ad

Your Ad Spot

Pages