Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 27, 2018

মেয়েদের মাসিক সমস্যা

প্রতি মাসে হরমোনের প্রভাবেমেয়েদের জরায়ু চক্রাকারে যেপরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবংরক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথেবের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে।স্থায়ীত্তbr /> এর স্থায়ীত্ত তিনটি অংশে ভাগ করাহয়েছেØ প্রথম : ৪ দিন স্থায়ী হয় (৪-৭ দিন)একে বলা হয় মিনস্ট্রাল ফেজØ দ্বিতীয় : ১০দিন (৮-১০ দিন) একেপ্রলিফারেটিভ ফেজ বলা হয়।Ø তৃতীয়: ১৪ দিন (১০-১৪ দিন) স্থায়ী হয়একে সেক্রেটরি ফেজ বলা হয়।>> মিনস্ট্রাল ফেজ : এই যোনি পথেরক্ত বের হয়। ৪-৭ দিন স্থায়ী এইরক্তপাতে ভেঙ্গে যাওয়ারক্তকনিকা ছাড়াও এর সাথে শ্বেতকনিকা, জরায়ুমুখের মিউকাস, জরায়ুরনিঃসৃত আবরনি, ব্যাকটেরিয়া,প্লাজমিন, প্রস্টাগ্লানডিন এবংঅনিষিক্ত ডিম্বানু থেকে থাকে।ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনহরমোনের যৌথ ক্রিয়ার এই পর্বটিঘটে।>> প্রলিফারেটিভ ফেজ : ৮-১০ দিনস্থায়ী হতে পারে। শুধু ইস্ট্রোজেনহরমোনের প্রভাবে এটি হয়। এই সময়জরায়ু নিষিক্ত ডিম্বানুকে গ্রহন করারজন্য প্রস্ততি নেয়।>> সেক্রেটরি ফেজ : এটি সবচেয়েদীর্ঘ স্থায়ী থাকে প্রায় ১০ থেকে১৪ দিন। একে প্রজেস্টেরন বালুটিয়াল ফেজ ও বলা হয়। এটিওইস্ট্রোজেন ও প্রজেস্টেরন উভয়হরমোনের যৌথ কারনে হয়। এই সময়নিষিক্ত ডিম্বানুর বৃদ্ধির জন্য জরায়ুসর্বোচ্চ প্রস্ততি নিয়ে থাকে।ডিম্বাশয়ের কোনো ডিম্বানু শুক্রানুদ্বারা নিষিক্ত না হলে জরায়ু আবারমিনস্ট্রাল ফেজে চলে যায়। এভাবেইপূর্ন বয়স্ক মেয়েদের ঋতুচক্র চলতেথাকে।

Post Top Ad

Your Ad Spot

Pages