Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 20, 2018

বিশ্বের প্রথম স্মার্টফোনের দাম কত ছিল জানেন?

বিশ্বের প্রথম স্মার্টফোন কবে তৈরি হয়েছিল জানেন? আজ থেকে প্রায় ২৪ বছর আগে। যখন বিশ্বের বেশির ভাগ মানুষের কাছেই স্মার্টফোনের কোনও ধারণাই ছিল না। অ্যাপল আইফোন বাজারে আনার ১৫ বছর আগে আইবিএম এই স্মার্টফোন এনেছিল।দেখে নিন বিশ্বের প্রথম স্মার্টফোন কেমন ছিল১৯৯৪ সালে তৈরি হয়েছিল বিশ্বের এই প্রথম স্মার্টফোন। মিতসুবিসি ইলেক্ট্রিক কর্প কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টফোনটি তৈরি করেছিল আইবিএম।আইবিএম ফোনটির নাম দেয় সিমন। এই ফোনে কোনও কিপ্যাড ছিল না। এখনকার স্মার্টফোনগুলোর মতোই পুরোপুরি টাচস্ক্রিন-এর মাধ্যমে এটা ব্যবহার করতে হত।১৯৯৪ সালের ১৬ অগস্ট শুধুমাত্র আমেরিকাতেই এই স্মার্টফোন প্রকাশ পায়। ১৯৯৫ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই প্রায় ১ বছরের মধ্যে আইবিএম মোট ৫০ হাজার ইউনিট বিক্রি করে।দৈর্ঘ্যে ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ১.৫ ইঞ্চি পুরু ছিল ফোনটি। ওজন ৫০০গ্রাম। যে কারণে অনেকটা ইটের মতো দেখতে লাগত স্মার্টফোনটিকে।সিমনের মেমরি ছিল ১ মেগাবাইট। তবে এর ব্যাটারির ক্ষমতা খুবই কম ছিল। চার্জ দেওয়ার পর সর্বাধিক ১ ঘণ্টা সচল থাকত ফোনটি।স্মার্টফোনশুধু তাই নয়, বর্তমান স্মার্টফোনের অনেক ফিচার সিমনেও ছিল। ম্যাপিং, স্প্রেডশিট গেম, নোটপ্যাড, ফ্যাক্স এমনকী মেল আদানপ্রদানও করা যেত এই স্মার্টফোনে।এই স্মার্টফোনের দাম ছিল ৮৯৯ ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা।

Post Top Ad

Your Ad Spot

Pages