Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, March 27, 2018

দুনিয়ার সবচেয়ে দ্রুত গতির ফোন আনছে এলজি

দ্রুত গতি সম্পন্ন একটি ফোন আনছে এলজি। মডেল এলজি জি সেভেননিও। ফোনটিতে থাকছে ৬ জিবি র‌্যাম। এতে দুই টেরাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুত গতির প্রসেসর ব্যবহার করা হয়েছে।৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে আছে ৩১২০x১৪৪০ পিক্সেল। এতে অলিড ডিসপ্লে প্যানেল ব্যবহারকরা হয়েছে। ফোনটিতে কোয়ালকমস্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। সাধারণত ফ্লাগশিপ ফোনগুলোতে এই চিপসেট ব্যবহার করা হয়।এলজির নতুন ফোনটি বেশ কয়েকটি র‌্যাম ও রম ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে। মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২০ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে।

Post Top Ad

Your Ad Spot

Pages