Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 3, 2018

GP 21 Taka Recharge Offer – গ্রামীণফোনে ২১ টাকা রির্চাজে বিশেষ ট্যারিফ

গ্রামীণফোনের সকল প্রিপেইড ও কনজ্যুমার পোস্টপেইড গ্রাহকদেরকে (ইআরএস, বিপিও, মাইপ্ল্যান এবং প্রিপেইড থেকে পোস্টপেইডে মাইগ্রেট করা গ্রাহক ব্যতীত) জানানো যাচ্ছে যে, ২৪ জানুয়ারি ২০১৮ থেকে নতুন রিচার্জভিত্তিক লোয়ার ট্যারিফ অফার চালু হচ্ছে। এই অফারে থাকছে-রিচার্জের পরিমাণঅফারমেয়াদ২১ টাকা রিচার্জ০.৫ পয়সা/সেকেন্ড জিপি-জিপি এবং১ পয়সা/সেকেন্ড জিপি-অন্য অপারেটর২ দিন (রিচার্জের দিনসহ) স্পেশাল ট্যারিফের জন্য৪৯ টাকা রিচার্জ৫ দিন (রিচার্জের দিনসহ) স্পেশাল ট্যারিফের জন্যঅফারের বিস্তারিতঃরিচার্জের অ্যামাউন্ট গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে।অফারটি পেতে গ্রাহককে ঠিক উল্লেখিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।“জিপি-অন্য অপারেটর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।অফার চলাকালীন রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার এফএনএফ, এফএনএফ ও কমিউনিটি ট্যারিফে (একতা প্রিপেইড ৩ ও ৪ ব্যাতীত) এই স্পেশাল ট্যারিফ প্রযোজ্যক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট ও ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট ও ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে খরচ হবে এবং এরপর স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে।ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার এই অফার গ্রহণ করা যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে।গ্রাহক অন্য কোনো ‘আধা পয়সা অফার’ নিলেসর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে। স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হবার পর গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজে ফিরে যাবেন।অফারের মেয়াদ জানতে ডায়াল করুন*121*1*2#অফারটি বন্ধ করতে ডায়াল করুন*121*1003*11#পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে উপরোক্ত স্পেশাল ট্যারিফ অফার চালু করার পর কমিটমেন্ট প্ল্যান চালু করলে এই স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে না।যেসব পোস্টপেইড গ্রাহকদের সংযোগ Due Date Bar এর জন্য সাময়িকভাবে বিচ্ছিন্ন আছে, নির্দিষ্ট অ্যামাউন্টরিচার্জ এর ক্ষেত্রে তাদের অফার চালু হয়ে যাবে, কিন্তু অফার উপভোগ করার জন্য পুরোপুরি বিল পরিশোধ করতে হবে।এই অফার স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।৫% সম্পূরক শুল্ক (এসডি)+সকল চার্জের সাথে প্রযোজ্য সম্পূরক শুল্কসহ ১৫% ভ্যাট + বেজ ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য হবে।পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফার চলবে।

Post Top Ad

Your Ad Spot

Pages