Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 15, 2018

ফোরজিতে গেলে দেড় জিবি ডেটা ফ্রি

সিম ফোরজিতে রূপান্তর করলে এক সপ্তাহের জন্যে দেড় জিবি ডেটা ফ্রির অফার দিচ্ছে গ্রামীণফোন।নিজেদের ফোরজিতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ডেটায় এই বোনাস অফার দিচ্ছে দেশ সেরা মোবাইল ফোন অপারেটরটি।গত কিছু দিন থেকে এ বিষয়ে গ্রাহকদেরকেএসএমএস দিয়ে তাদের সিমকে ফোরজিতে রূপান্তরের বিষয়ে আগ্রহী করে তুলছে।তবে সিম রূপান্তরের জন্যে চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে অপারেটরটি। এই চার্জ ১১৫ টাকা।গত বছরের শুরু থেকেই সিম ফোরজিতে রূপান্তরের কাজ শুরু করেছে অপারেটরটি।গ্রামীণফোন ছাড়াও অন্য দুই বড় অপারেটর সিম রূপান্তরের কাজ করছে জোর কদমে। তবে রাষ্ট্রায়াত্ব টেলিটকের সে অর্থে কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। তারপরেও তারা আগামী মে মাসের মধ্যে ফোরজি সেবা চালু করবে বলে সংসদেজানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।আগামী ১৩ ফেব্রুয়ারি স্পেকট্রাম নিলামের পর দিন ফোরজির লাইসেন্স দেওয়া হবে। ইতোমধ্যে চারটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।আগামী মার্চের মধ্যে দেশে ফোরজি সেবা চালু হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

Post Top Ad

Your Ad Spot

Pages