Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 1, 2018

দেখেনিন গোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে? জেনে নিন,এই সহজ উপায়ে

আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তাকি বের করতে চান? কিংবা কয়জন আপনারফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষআপলোড করা ছবিটি কারা দেখল, সেটিজানতে চান?ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্যদেখার সুযোগ দেয়, কিন্তু কারাপ্রোফাইল দেখে গেল, সেটি জানারসুযোগ দেয় না।কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকেসেটি বের করার চেষ্টা করেন। কিন্তুঅ্যাপের সে ফল ঠিকঠাক হয় না।সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনেযাবেন আপনার ফেসবুক প্রোফাইল কেদেখল সে বিষয়টি।.এ জন্য আপনাকে যা করতে হবে: ১.আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিককরে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজপাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেইকি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটনচাপুন। একটি সার্চ অপশন আসবে।৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’টাইপ করুন।৫. এর পাশে নম্বরের একটি তালিকাপাবেন। আপনার টাইমলাইনে যাঁরাএসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছেকি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুকডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডিপেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলাযায়, যদি আইডি নম্বর হয় 100001825159730,তবে আপনি লিখবেনfacebook.com/10000182515971130৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটিরয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘনআসে আর যে আইডি সবার শেষে, সেটিকখনো ভুল করে হয়তো আপনার আইডিতেএসেছে।আপনার অনেকে এই ট্রিকটা জানেন এইট্রিকটা হচ্ছে তাদের জন্য যারাজানেনা..

Post Top Ad

Your Ad Spot

Pages