Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 4, 2018

আধাঘণ্টা আগে কেন্দ্রে না গেলে এসএসসি পরীক্ষা দেয়া যাবে না

বিগত কয়েক বছর যাবত বিতর্কের কেন্দ্রে রয়েছে এসএসসি পরীক্ষাসহ পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস। আগামী ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় চালু করতে যাচ্ছে নতুন নিয়ম।শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকেআর পরীক্ষাকক্ষে ঢুকতে দেয়া হবে না।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages