Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 10, 2018

এবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ১২,১৩ ও ১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯,২০ ও২১ জানুয়ারি ইনশা-আল্লহ..

আসসালামু আলাইকুম….ভাই, “ঈমান ইসলামের মূল স্তম্ভ।”টাকা আয় করতে হলে যেমন পরিশ্রম করা লাগে।আপনি কি ভাবছেন, ” নামাজ পড়লেইতো হলো, হজ্জ করলেইতো হলো etc etc “. কিন্তু বিষয়টা অতো সুজা নাহ… যদি ইমান না থাকে তবে এ সব আমলের কোনই মূল্য নাই। ঠিক অনেক গুলা শূন্যের পূর্বে একটা এক না থাকলে শুন্য গুলা যেমন মুল্যহীন।আর এই ঈমান অর্জন করার জন্যও ঠিক পরিশ্রম করা লাগে !!!যেনো বেশি থেকে বেশি মানুষ আল্লাহর রাস্তায় বের হতে পারে, যেনো সারা বিশ্বের মানুষ ঈমানদার তথা হেদায়েত পেয়ে যায় এ উদ্দেশ্যেই এইবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বো ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বোর ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।♥ ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইনশা-আল্লহ ।গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) ইজতেমার মাঠে দেশ-বিদেশের মুরব্বিদের পরামর্শ বৈঠকে (মাশওয়ারা) এ তারিখ চূড়ান্ত করা হয়।♥ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এদেশে বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।মানুষের দুর্ভোগ সংকট কাটাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগকরে আয়োজন করা হচ্ছে।চলুন ইজতেমায় অংশগ্রহন করি আর আল্লাহর রাস্তায় বের হই।তো আলহামদুলিল্লাহ এইবার আমার জেলার (ময়মনসিংহ, শেরপুর-এর) ইজতেমা টঙ্গীতে।আজ রাতেই রওনা দিবো ইজতেমার উদ্দেশ্যে ইনশা-আল্লহ…!হাজার টাকা খরচ করে বিদেশ থেকে মানুষএদেশের ইজতেমায় অংশ নিচ্ছেন। ঘরের কাছেই ইজতেমা ; আমিতো যাচ্ছি, আপনি যাচ্ছেনতো ???” আল্লাহ হাফিজ ।”

Post Top Ad

Your Ad Spot

Pages