Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 26, 2017

Whats App জানুয়ারি মাস থেকে যে সব ফোনে কাজ করবে না ‘হোয়াটসঅ্যাপ’

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবাণী। আগামী জানুয়ারি মাস থেকে বেশ কিছু স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা।কেননা, সেইসব ফোনের অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট কাজ করবে না। ফেসবুকের তরফে একটি ব্লগে এমনই কথা জানানো হচ্ছে।আপনার ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেমটিটে লেটেস্ট আপডেটেড ইনস্টলড না থাকলে হোয়াটসঅ্যাপ আর চলবে না বলে আগেই জানিয়েছিল ফেসবুক। কম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বছর শেষ হওয়ার আগে অ্যান্ড্রয়েড আপডেট করে নেওয়া প্রয়োজন। তা না হলে হোয়াটসঅ্যাপআর কাজ করবে না নতুন বছরে। নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।জানা ‌যাচ্ছে BlackBerry OS, BlackBerry 10 ও Windows Phone 8.0 ফোনে নতুন বছর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।অন্যদিকে-নোকিয়া এস ৪০ ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না ২০১৮ সালের৩১ ডিসেম্বরের পর থেকে। অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭-এ হোয়াটসঅ্যাপ আর চলবে না ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর।

Post Top Ad

Your Ad Spot

Pages