Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

সঠিকভাবে ব্যাটারি Charge করার মেগা টিপস!!!! (জেনে নিন কাজে লাগবে)

কেমন আছেন সবাই???? আশা করি ভালো,আজকে দারুন একটা টিপস আপনাদেরসামনে শেয়ার করছি আশা করি কাজেলাগবে,,অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি chargeদেয়া মনে হয় সবচেয়ে বোরিং ব্যাপার ৷চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দাও ৷ আবারচার্জ দাও ৷ আবার দাও ৷এইটা নিয়াঅনেকের ঘুম হারাম ৷ চার্জ না দিয়েসবসময় চালাতে পারলে বোধহয় ভাল হত!নাহ, তা তো সম্ভব না ৷ চার্জ করেই ফোনইউজ করতে হবে ৷ তাই জানতে হবে চার্জেরসঠিক নিয়মটি কি! অনেকেই এইটা নিয়েবিভ্রান্তিতে থাকেন ৷ আজকে আমিআপনাদের জানাব কিভাবে আপনারঅ্যান্ড্রয়েড ফোনটিকে সঠিকভাবে চার্জদিবেন ৷আর সঠিকভাবে চার্জ দিলে আপনি পাবেনদূর্দান্ত এক ব্যাটারি লাইফ যা আপনারকাছে কখনও বোরিং লাগবে না ৷অ্যান্ড্রয়েড ফোনের সাথে এখন দেয়া হয়লিথিয়াম বেসড ব্যাটারি ৷ মানে Li-ionএবং Li-poly ব্যাটারি ৷ Li-ion মানে হললিথিয়াম আয়ন এবং Li-poly মানে হচ্ছেলিথিয়াম পলিমারএই দুই ধরনের অ্যান্ড্রয়েডের ব্যাটারিকিভাবে সঠিকভাবে চার্জ দিবেন –নতুন ফোন কিনার পর ফুল চার্জ করুন।আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যখন নতুনকিনবেন তখন ফোন বন্ধ করে ৫ থেকে ৬ঘন্টা একটানা চার্জ দিবেন ৷ এর আগেইফুলচার্জ শো করবে ৷ ডাইরেক্ট ইগনোর করেন ৷৫-৬ ঘন্টা পরেই ক্যাবলটি খুলে মোবাইলঅন করুন ৷ ব্যাটারি স্ট্যাটাস সেভ রাখতেএটি করবেন ৷চার্জ রাখুন ৪০-৮০% এর মধ্যেঅ্যান্ড্রয়েড বিশেষজ্ঞদের মতে,অ্যান্ড্রয়েডের চার্জ সবসময় অর্ধেকেরবেশি রাখা উচিত ৷ মানে ৫০% এর উপরেরাখতে হবে ৷ এবং কখনোই ২০% এর নিচেনয়! আবার পুরোপুরি ১০০% ও নয় !! তাইলেভাই করমু কি? আমি বলতাছি কি করবেন ৷চার্জ সবসময় ৪০% – ৮০% এর মধ্যে রাখারচেষ্টা করবেন ৷ তাহলে আপনারব্যাটারিকে করতে পারবেন দীর্ঘমেয়াদি!পুরো চার্জ শেষ করবেন না অনেকেইভাবেন পুরোপুরি চার্জ শেষ করে আবারপ্রথম থেকে ১০০% চার্জ করে ইউজ করলেমনে হয় ফোনটা ভাল সার্ভিস দিবে ৷ ভুলভাবছেন বস! লিথিয়াম বেইসডব্যাটারিগুলো তৈরি করা হয়েছে এইভাবেযাতে আপনি বারবার চার্জ করতে পারেন ৷তবে অনেক অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মতে,মাসে একবার পুরোপুরি চার্জ শেষ করেতারপর ফুল চার্জ করলে ব্যাটারি লাইফহেলদি হবে ৷রাতে চার্জ দিয়ে ঘুমাবেন নাঅনেকেই আছেন রাতে চার্জ দিয়ে ঘুমিয়েপড়েন ৷ তারপর সকালে উঠে পুরোদমে ইউজকরতে থাকেন ৷ এক্ষেত্রে ব্যাটারি ফুলেযাওয়ার আশংকা সবচেয়ে বেশি ৷ চার্জদিয়ে ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেনব্যাটারি “হাল্ক” হয়ে গেছে !!! কেমনলাগবে? নিশ্চয়ই ভাল না ৷ তবে আশারকথা হচ্ছে অনেক স্মার্টফোন চার্জ ফুলহবার পর চার্জ নেয়া বন্ধ করে দেয় ৷সেক্ষেত্রে সমস্যা নাই ৷ কিন্তু চার্জেদিয়ে না ঘুমানোই উত্তম ৷ক্যাবলের সঠিক ব্যবহার করুনফোন চার্জে দেয়ার সময় আগে মোবাইলেক্যাবল ঢুকান, তারপর সকেটে প্লাগ দিন ৷চার্জ হয়ে গেলে আগে সকেট থেকে প্লাগখুলেন, তারপর মোবাইল থেকে ক্যাবল খুলেফেলেন ৷ এইটা সাধারন ব্যাবহার অনেকেইআমরা জানি ৷অরিজিনাল চার্জার ব্যবহার করুনআপনার মোবাইল কিনার পর মোবাইলেরসাথে যে চার্জার দেয়া হয়েছে সেটিব্যাবহার করুন ৷ অন্যথায় ফোনের চার্জিংসিস্টেম নষ্ট হবার সম্ভাবনা রয়েছে ৷নরমাল চার্জিং ইজ দ্য বেস্ট ইদানিংঅনেক অ্যান্ড্রয়েড ফোনে তাদের ফাস্টচার্জিং সুবিধা দিয়েছে ৷ যেমনস্যামসাং এই টেকনোলজিকে বলছে“আল্ট্রা ফাস্ট চার্জিং” , আবারমটোরোলা বলছে “টারবো চার্জিং” যেটিদিবে মাত্র ১৫ মিনিট চার্জে ১৩ ঘন্টাস্ট্যান্ডবাই সুবিধা!! এইসকল সুবিধাসম্পন্নফোনের চিপসেটে দেয়া হয়েছে পাওয়ারম্যানেজমেন্ট আইসি (PMIC) যেটি উচ্চভোল্টেজে চার্জ নেয়ার ক্ষমতা রাখে৷দেখা গেছে, Li-ion ব্যাটারিতে ফাস্টচার্জিংয়ে ব্যাটারি অনেক গরম হয়ে যায়যেটা ব্যাটারির জন্য অনেক ক্ষতিকর ৷তাই এক্ষেত্রে নরমাল চার্জিং ইউজকরাটাই বেস্ট বলে বিশেষজ্ঞরা বলেছেন ৷একটু নাহয় দেরী হলো, কিন্তু আপনারব্যাটারি তো টিকে থাকবে অনেক দিন!চার্জিং নিয়ে আশা করি আর কোনসমস্যা হবে না ৷ চার্জ করার সময় শুধুনিয়মগুলো মেনে চললে আশা করি ভালফলাফল পাবেন ৷এই পোষ্টটা অনেক কষ্টেলিখেছি এবং নিজেরদক্ষতা থেকে লিখেছিসুতরাং ভুল হতেই পারে,ভুল হলে ক্ষমার দৃষ্টিতেদেখবেনকোনো সমস্যা হলে কমেন্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages