Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

ভ্যালেন্টাইন’সডে পালনের খরচকমিয়ে ফেলুন দারুণ ৫ টি কৌশলে

১৪ই ফেব্রুয়ারি,ভালোবাসা দিবস। এইতো আরকিছুদিন পরেই। যদিও প্রিয়মানুষটিকে ভালোবাসার জন্যকোনো দিনক্ষণ লাগে না, তারপরও এইদিনটি একটু বিশেষ ভাবেই পালনকরতে চান সকলেই। কিন্তু এইবিশেষভাবে পালন করতে গিয়ে পকেটথেকে বের হয়ে যায়অনেকগুলো টাকা। মাসেরমাঝামাঝিতে এই অনেকটা টাকা খরচকরে মাসের শেষের দিকে পকেটখালি করতে ঘুরতে হয় অনেকেরই।কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খুবসহজেই কমিয়ে আনতে পারেন এইভ্যালেন্টাইন’স ডের খরচাপাতি।ভাবছেন কীভাবে? চলুনতবে আপনাকে অ্যাজ শিখিয়ে দিইকিছু কৌশল।১) অল্প টাকার আকর্ষণীয় গিফটbr /> কম দামী কিন্তু বেশ আকর্ষণীয়এবং কাজে লাগানোর বহু জিনিসপাওয়া যায় আজকাল বাজারে। একটুসময় নিয়ে খুঁজে বের করে উপহারদিতে পারেন। কিংবা কিনে দিন কমদামের হ্যান্ডি ক্র্যাফটেরজিনিস কিংবা কয়েকটি গোলাপফুল অথবা ১ টি চকলেট বার। আপনারমনের মানুষটি এতেই খুশি থাকবেন।২) ঘুরতে চলে যান পার্কবা লেকে কিংবা প্রাকৃতিককোনো পরিবেশেরেস্টুরেন্টে গিয়ে বসা মানেইএকগাদা টাকার শ্রাদ্ধ করা। এরচাইতে লেকেরধারে গিয়ে অনেকটা সময় কাটানঅথবা পার্কে চলে যান।ফ্যান্টাসি কিংডোমবা নন্দনে না গিয়ে ঘুরে আসুনবালিয়াটির জমিদারবাড়ি বা ঢাকার ভেতরেরঐতিহাসিক স্থানগুলো।একসাথে সময় কাটানোটাই তো মুখ্য।৩) নিজেরহাতে বানানো উপহার দিননিজের আঁকা একটি কার্ডবা কাগজের তৈরি নানা জিনিসঅনেকেইহাতে বানিয়ে নিতে পারেন। এইসকলছোটোখাটো জিনিস দিয়েওকিন্তু সত্যিকারের ভালোবাসারমানুষটিকে খুশি করতে পারবেন।কারণহাতে তৈরি জিনিসে থাকবে পরমভালোবাসা এবং মায়া।চেষ্টা করে দেখতে পারেনহাতে তৈরি কিছু উপহার দেয়ার।এতে কমবে খরচও।৪) স্ট্রিটফুডের দিকে নজরদিনদামী রেস্টুরেন্টে বসে বা ক্যান্ডেললাইট ডিনার করেইযে ভালোবাসা দিবস পালনকরতে হবে তা কোথাও লেখা নেই।স্ট্রিটফুড এইরকমনামী দামী রেস্টুরেন্টেরচাইতে বেশি মজাদারহয়ে থাকে সাধারণত। তাই একটু নজরদিন এই দোকানগুলোতেও।৫) পকেটে রাখুন শুধুমাত্রহিসেব করা টাকাটাকা থাকলে তা খরচ হবেই।পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবেনআর খরচ হবে না তা কিন্তু কখনোই হয়না। তাই আগে থেকে কোথায়ঘুরতে যাবেন, কি খাবেন সব কিছুরইএকটি প্ল্যান তৈরি করে হিসেবকরা টাকা পকেটে নিয়েই বের হন।এবং দয়া করে পকেটে ক্রেডিটকার্ড নামক বস্তুটি রাখবেন না।তবে, যদি পারেন তাহলে এই ১ টি দিননাহয় মনের মানুষটির পেছনে একটুবেশিই খরচ করে নিন। তবে, নিজেরঅসুবিধা করে খরচ করতে যাবেন না।আপনার ভালোবাসারমানুষটি কখনোই চাইবেননা আপনি সমস্যায় পড়ে যান।দুজনে পরিকল্পনা করে একটি সুন্দরভালোবাসা দিবস পালন করুন।

Post Top Ad

Your Ad Spot

Pages