Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

শাড়ীর সাথে মিলিয়ে যেমন হবে আপনার ব্লাউজটি

বাঙ্গালী মেয়েদের মাঝে শাড়ি পরা পছন্দকরে না এমন মেয়ে খুজে পাওয়া একটু কষ্টকরব্যাপার। কারণ শাড়ি বাঙ্গালীর ঐতিহ্যেরসাথে জুড়ে আছে। আর আমাদের দেশে বসন্ত বরন,পহেলা বৈশাখ এর মতবারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে। এই সব অনুষ্ঠানে মেয়েরা চায় তাদেরঐতিহ্যকে ধরে রেখে সাজতে। আরএক্ষেত্রে শাড়ির চেয়ে ভালো পোশাক আর হয়না। এসব অনুষ্ঠান ছাড়াও বিয়ে, গায়ে হলুদএইসব অনুষ্ঠানে শাড়ী ছাড়া যেনো চলে না।আর শাড়ি পরার কথা মনে হলে সবার প্রথমে যে কথাটি মনে হয় সেটা হচ্ছে শাড়িরসাথে মিলিয়ে ব্লাউজটি কেমন হবে। কারনআজকাল এখন আর শাড়ির সাথে মিলিয়ে একরঙের ব্লাউজ পরা হয় না। সময়ের সাথে তালমিলিয়ে ফ্যাশানের ধরন যেমনবদলে গেছে সেই সাথে বদলে গেছে শাড়ী পরার ধরনও। এখনব্লাউজের রঙের সাথে সাথে তাদের কাটেওঅনেক বৈচিত্র্য এসেছে। কখনো ফুল হাতা,কোয়ার্টার হাতা, কখনো শিফনেরফুলতোলা ব্লাউজ আবার কখনো স্লিভলেস।শাড়ীর সাথে কন্ট্রাস্ট করে বিভিন্নকাটের ব্লাউজ ইদানিং খুব জনপ্রিয়তাপাচ্ছে। তাইআজ আমরা আলোচনা করব শাড়ীরসাথে মিলিয়ে কেমন হবে আপনার ব্লাউজটি।[img]http://www.style24.com.bd/wp-content/uploads/2014/04/Poushi58.1.jpg[/img]অনুষ্ঠানের ভিন্নতা অনুযায়ী পোশাকের ধরণওঅনেক ভিন্ন হয়। যেমন পহেলা বৈশাখ, বসন্তবরন, পূজা, ১৬ই ডিসেম্বর, বর্ষা বরনইত্যাদি অনুষ্ঠান গুলোতে দিনের বেলায়সুতি শাড়ি অনেক ভালো লাগে।এক্ষেত্রে সুতি শাড়ির সাথে কোয়ার্টার হাতা ব্লাউজ খুব ভালো লাগবে।এতে করে আপনার শরীরের ত্বক রোদথেকে যেমন রক্ষা পাবে তারসাথে সাথে শাড়িতে সৌন্দর্যও বৃদ্ধিপাবে।কারন কোয়ার্টার হাতা ব্লাউজেরসাথে হাতে কাচের চুড়ি পরার মত যায়গাথাকবে।অনেকে আবার জামদানী শাড়ী পড়তে অনেকপছন্দ করে। এক্ষেত্রে জামদানি পরলেশাড়িররঙের সাথে কনট্রাস্ট করে ব্লাউজ পছন্দকরতে হবে। জামদানীর সাথে ইদানীং কাতানএর ব্লাউজ অনেক ভালো লাগে। জামদানির কাজযদি অনেক গর্জিয়াস হয় সেক্ষেত্রে কাতানের কন্ট্রাস্ট ব্লাউজ বেশ মানিয়ে যাবে।শাড়িটি এক রঙের হলে তারকাছাকাছি কোনো রঙ পছন্দ করা যাবে না।আবার কিছু রঙ প্রায় সব ধরনের শাড়িরসাথে মানিয়ে যায়। যেমন সোনালী,কালো ইত্যাদি।সাধারণত বিয়ে বা অন্য বিশেষকোনো দাওয়াতে শাড়ীটা একটুভারী হলে বেশী ভালো লাগে।এক্ষেত্রে নেটের শাড়ী হলে স্লিভলেসব্লাউজও অনেক ভালো লাগবে। তবে বয়সেরসাথে মানানসই করে এই স্লিভলেস কাটের ব্লাঊজ পরলে বেশী ভালো লাগবে। সাধারণতটিন এইজ অথবা তরুনের এই কাটের ব্লাউজঅনেক ভালো লাগে। আবার শড়ী শিফনেরঅথবা চুনড়ির হলে ছোট হাতা ব্লাউজবেশী মানাবে।অনেকে ব্লাউজের সাথে অনেকে বিভিন্নধরণের লেইস, ঝুমকা, চুমকি ইত্যাদি কারুকাজবসাতে অনেক পছন্দ করে।এক্ষেত্রে ট্রেডিশনাল সাজের সাথে হাতায়লেইস বসানো ব্লাউজ ভালো লাগে। আবারব্লাউজের পেছনে ডিজাইন করতে চাইলে বিভিন্ন ধরনেরনকশা লাগাতে পারেন।এছাড়া বিভিন্ন ধরনের পার্টিতে একটুহালকা ধরনের শাড়ি বেশী আরামদায়ক হয়।এক্ষেত্রে টিস্যু, শিফন অথবা নেট এরহালকা ধরণের শাড়ী বেছে নিতে পারেন। আর এই ধরনের শাড়ীর সাথে শিফনেরফুলতোলা ব্লাউজ, স্লিভলেস অনেকভালো লাগবে। এর সাথে গলায় হালকা পুথিরমালা পড়ে সাজটাকে সম্পুর্নকরে নিতে পারেন।

Post Top Ad

Your Ad Spot

Pages