Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

ইসলামে যৌনতা সর্ম্পকিত কিছু প্রশ্নোত্তর

নিম্নে ইসলামে যৌনতা সর্ম্পকিত কিছুপ্রশ্নোত্তর তুলে ধরা হলোঃ১. বিছানা ছাড়া কী অন্য যে কোন স্থানে সঙ্গমকরা যাবে?- হ্যাঁ। তবে স্থানটি নির্জনহতে হবে এবং আপনাদের সঙ্গমের দৃশ্য যেন অন্যের দৃষ্টিগোচর না হয় সেদিকে খেয়ালরাখতে হবে এবং স্থানটি অবশ্যই পরিষ্কারপরিচ্ছন্ন থাকতে হবে।২. রোযা রাখা অবস্থায় কী সঙ্গম করা যাবে?- না। এটি রোযা ভঙ্গের অন্যতম কারণ।যদি ভূলবশত রোযা রাখা অবস্থায় সঙ্গমে লিপ্ত হয়ে পড়েন, তাহলে তা মনেপড়া মাত্রইদুজনে পৃথক হয়ে যাবেন। এরজন্য কোনকাজ্বা কাফফারার প্রয়োজন নেই।৩. আমি জানি যে, সন্তান জন্মের পরবর্তী ৪০দিন পর্যন্ত সঙ্গম জায়েজ নয়। এটা কীসত্যি?- হ্যাঁ। কারণ সন্তান জন্মের পরবর্তী ৪০ দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়ে থাকে। তাই এসময়ে সঙ্গম জায়েজ নয়।৪. হজ্জ বা উমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্রমক্কা নগরীতে অবস্থানকালে কী সঙ্গমকরা যাবে?- না। এটি জায়েজ নয়। কারণ ইহরাম অবস্থায় সঙ্গম করলে হজ্জ বা উমরাহ বাতিল হয়ে যাবে।তাছাড়া হজ্জ বা উমরাহ একটি ইবাদতএবং এটি ইসলামের পাচঁটি স্তম্ভেরমধ্যে একটি।৫. ইসলাম কী সমকামী সমর্থন করে?- না। কারণ, সমকামী পৃথিবীতে চলমান বংশবৃদ্বির ধারাকে রোধ করে।৬. ইসলামে কী গর্ভপাত করা হারাম?- হ্যাঁ। তবে যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে,সন্তানকে বাচাঁতে গেলে মায়ের মৃত্যু হবে,তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করা জায়েজ।৭. স্বামী-স্ত্রী কী একে অপরের গোপনাঙ্গের লোম কাটতে পারবে?- হ্যাঁ। এতে কোন সমস্যা নেই। ৮.রোযা রাখা অবস্থায় আমি কী আমারস্ত্রীকে চুম্বন করতে বা জড়িয়ে ধরতে পারবো?- যদি স্ত্রীকে চুম্বনকরলে বা জড়িয়ে ধরলে যদি আপনার সঙ্গমের ইচ্ছা জেগে ওঠে বা যদি এ দুটি কাজ করারফলে আপনার বীর্যপাত হয়, তবে তা আপনারজন্যপ্রযোজ্য নয়। যদি আপনি এ দুটি কাজ করার পরওনিজেকে সংযত রাখতে পারেন তবে এটি আপনারজন্য প্রযোজ্য।৯. সঙ্গমকালে কী সেক্সটয় ব্যবহার করা যাবে? - করা যায়, তবে না করাই ভালো।প্রয়োজনে সেক্সটয়ের বিকল্প হিসেবে হাতব্যবহার করতে পারেন।১০. সঙ্গম করার জন্য কি নির্দিষ্ট কোন সময়রয়েছে?- না। আপনি যখন ইচ্ছা তখনই সঙ্গম করতে পারেন। তবে মধ্যরাতকে সঙ্গমেরজন্যআদর্শ সময় হিসেবে বেছে নেন অধিকাংশদম্পতি।

Post Top Ad

Your Ad Spot

Pages