Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 13, 2017

ইসলামে স্বামী-স্ত্রীর যৌন মিলনেরনিয়ম ও তৃপ্তি লাভের পদ্ধতি

অনেক সময়দেখা যায় যে, অনেক পুরুষ স্বল্প সময়েরমধ্যেই বীর্যপাত করেন, যারফলে নারী অতৃপ্ত থেকে যায়। তাইযৌন মিলনের সময় নারীরচাওয়া পাওয়াকে বেশি প্রাধন্যদেয়া উচিত। তাই যৌন মিলনের সময়বাড়ানোরউপায়গুলো নিম্নে আলোচনা করা হলোঃমিলন পর্ব শুরুর পূর্বেঃশোবার ঘরটি সুন্দরকরে সাজিয়ে রাখুন, এটি শুধু ঘুমএবং যৌন মিলনের জন্য ব্যবহার করুন ।মিলনের সময়ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন,রোমান্টিক গান চালু রাখুন।মিলন পর্ব শুরুর পরেঃ১. নিজেকে অযথা উত্তেজিতহতে দিবেন না, আপনি জানেনযে ব্যপার টি হতে চলেছে তাই ধৈর্যধরুন ।২.ব্যাপারটি নিয়ে তাড়াহুড়া করবেননা, ধীরে শুরু করুন।৩. সঙ্গিনীর গায়ে হাত দেয়ারআগে তার সাথে রোমান্টিকতা করুন,তাকে আপনার দেয়া আদুরে নামধরে ডাকুন, তাকে জানানযে আপনি তাকে ভালবাসেন। এরকারন হল পুরুষ এর যৌনচাহিদা জৈবিক, কিন্তু নারীদেরতা নয়। তাদের এই চাহিদা মস্তিষ্কনিয়ন্ত্রিত, তাই উত্তেজিত হতে সময়লাগে। যদি সঙ্গিনির মন খারাপ,শরীর খারাপ থাকে তাহলে মিলনকরবেন না কারন তখন তার শরীরসাড়া দেবে না।৪. চুম্বন দিয়ে শুরু করুনএবং তা দীর্ঘায়িত করুন।৫. স্পর্শ কাতর অংশে প্রথমেই হাতদিবেন না, তার আশে পাশে স্পর্শ করুন,যখন বুঝবেন আপনার সঙ্গিনীরউত্তেজনা উঠছে তখন স্পর্শ কাতরঅংশে মৃদু ভাবে আদর করুন।৬. আপনারসঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার১-২ মিনিট পর মিলনের প্রস্তুতি নিন।৭. সংগমের পূর্বে পুরো মানসিকপ্রন্তুতি নিন ।৮. কক্ষনোই জোর করবেন না,যদি দেখেন যে আপনার সঙ্গিনীরযৌনাঙ্গ আপনাকে নেয়ার জন্য প্রস্তুতনয় তবে তাকে আশ্বাস দিনযে অসুবিধা নেই, সঙ্গিনীকে রাগদেখাবেন না। যৌনাঙ্গ সবসময় একধরনের Response নাও দিতে পারে।যদি রাগ দেখানতাহলে পরবর্তীতে সে উত্তেজিতহবার বদলে ভয় পাবে এবং তারমস্তিস্ক Response করতে প্রচুর সময়নিবে।৯. সংগমের সময় আস্তে আস্তে আদরকরুন, সঙ্গিনীকে মনথেকে ভালোবাসার কথা বলুন, তারসারা শরীর এ হাত বুলান।মনে রাখবেন যে, যদি আপনারসঙ্গী আপনার কাছথেকে ভালবাসা পূর্ণ শারীরিক আদরলাভ করে তাহলে এটি তারকাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্যহবে , এবং তা সুখকরস্মৃতি হিসেবে তারমস্তিস্কে জমা হবে। ফলাফলহিসেবে পরবর্তীতে যৌন মিলনেরসময় তার Response অনেক ভালো হবে।১০. সঙ্গিনীকে ব্যথা দিবেন না।মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমনলাগছে। যদি দেখেন যে আপনারসঙ্গিনীর যোনি রসকমে আসছে বা শুকিয়ে আসছে তাহলেসঙ্গম শেষ করে দিন, জোরকরে দীর্ঘায়িত করবেন না।১১. মিলনের এক পর্যায়ে যখনআপনি অনুভব করছেন যে আপনারএকটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এইঅনুভূতি আর একটু বাড়লেই আপনারবীর্যপাত হয়ে যাবে, তখন কোমরসঞ্চালন বন্ধ করুন । চুপচাপ সঙ্গিনীর উপরশুয়ে থাকুন এবং তাকে গলায়বা কানে চুমু দিন। চোখ বা চুলেরপ্রশংসা করুন।আলতো ভাবে তাকে আদর করুন।এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিকহবে। এরপর আবার মিলন শুরু করুন ।প্রক্রিয়া টি ২-৩ বার এরবেশী প্রয়োগ করবেন না।১২. আসন পরিবর্তন করুন। এক এক দম্পতি একএক আসনে তৃপ্তি বোধ করেন, তাইধীরে ধীরে জেনে নিন আপনাদেরকোন আসন পছন্দ। সেগুলো প্রয়োগ করুন।১৩. মিলনের সময় যদি অল্পসময়ে নারী সঙ্গির যোনি রসশুকিয়ে আসে বা পুরুষ সঙ্গির লিঙ্গতেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাতহয়ে যায়তাহলে সঙ্গীকে দোষারোপ করবেননা। নিয়মিত যৌন জীবন এরমাঝে মাসে ২-৪ বার এরকম হতেইপারে। সঙ্গীকে জানান যে কোনঅসুবিধা নেই। পরের বার ভালো হবে।প্রত্যেক বার যে পূর্ণ যৌন মিলনকরতেই হবে এমন কথা নেই।১৪. বিভিন্ন দম্পতি উত্তেজিত হবারএক এক নিয়ম ( যেমনঃ চুম্বন,আদর) পছন্দকরেন, জেনে নিন আপনাদেরকোনটি পছন্দ। সেটি করুন। এককসিদ্ধান্ত নেবেন না। আপনারসঙ্গী যদি কোনটি পছন্দ না করেনতবে সেটি করবেন না।১৫. আপনার ইচ্ছা করছে কিন্তু আপনারসঙ্গীর করছে না।তাহলে নিজেকে সংযত করুন।১৬. ঘরে নগ্ন চলাফেরা করবেননা তাহলে শরীরের প্রতি আকর্ষণকমে যেতে পারে।১৭. নারী সঙ্গীরা রাতে শোবারআগে স্বামীর পছন্দের পোষাকপড়তে পারেন।১৮. নারী সঙ্গীরা ভাববেননা যে পুরুষ সঙ্গিরাই সবসময় আমন্ত্রণজানাবে। আপনিও জানান। নিজেরযৌন চাহিদা প্রকাশ করুন।মনে রাখবেন, পুরুষরা সবসময়ই চায় যে,তার সঙ্গীনী তাকে আমন্ত্রণ করুক, তারসাথে জোর করে যৌন মিলন করুক,তাকে উত্তেজিত করুক। তাই সবসময়পুরুষদের আমন্ত্রণের জন্যঅপেক্ষা করবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages