Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

মিলনে অতৃপ্ত হলে কী করবেন?

মিলনে অতৃপ্ত হলে কী করবেন?যৌন মিলনে তৃপ্তি নেই? নিজেকেঅসুখী মনে হয়? মনে হয় সুখের ভাণ্ডারঅপূর্ণ রয়ে গেল? আপনি পুরুষ-মহিলা,যা-ই হোন না কেন, সুখী দাম্পত্যজীবনের চাবিকাঠি লুকিয়ে আছেকিন্তু আপনার মধ্যেই!সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে,মানসিক দোটানা, দ্বিধা,দোদুল্যমানতা কাটিয়ে আপনারসঙ্গীর কাছে মেলে ধরুন মনেরখাতার পাতা, নিজের আবেগ-অনুভবউজাড় করে দিন তাঁর কাছে, দেখবেনযৌন জীবনে মজার রঙ কতটা বেড়েগিয়েছে! মিলনের সুখের মাত্রাকয়েক গুণ বেড়ে গিয়েছে!কানাডার ইউনিভার্সিটি দ্যমন্ট্রেলের মনস্তত্ব বিভাগের অধ্যাপকনাইলা আওয়াদা তাঁর গবেষণায়বলছেন, আপনি যত দোদুল্যমানতায়ভুগবেন, আপনার ভিতরে আবেগেরস্রোত তত রুদ্ধ হবে, সঙ্গীর কাছেনিজেকে মেলে ধরতে পারবেন না,অদৃশ্য পাঁচিল তৈরি হবে দুজনেরমাঝখানে। গবেষণাপত্রটি প্রকাশিতহয়েছে মেডিক্যাল ডেইলিতে।নাইলা জানিয়েছেন, গবেষণায়দেখা গিয়েছে, যে দম্পতিরা মনখুলে মনের ভিতর জমে থাকা আবেগপরস্পরের সঙ্গে ভাগ করে নিতেপারেন, তাঁদের যৌন জীবন অনেকঅনেক সুখের হয়। শরীর-মন থাকে সুন্দর,সতেজ।বিডিলাভ২৪ ...কমএমনকী বিশেষত, শারীরিক মিলনেরসময় যে মহিলারা যৌনাঙ্গের মুখেজ্বালা-যন্ত্রণা, অনুভব করেন, তাঁদেরক্ষেত্রেও দেখা গিয়েছে, স্বামীরসঙ্গে তাঁদের খোলামেলাআবেগের লেনদেন হলে তাঁরাওমিলনে সুখ পান।।এই সমস্যাটিকেপ্রোভোকড ভেস্টিবুলোডিনিয়া (পিভিডি) বলা হয়। নাইলা এইসিদ্ধান্তে এসেছেন এমন ২৫৪ জনদম্পতির ওপর পরীক্ষা চালিয়েযেখানে স্ত্রীর ‘পিভিডি’ রয়েছে।নাইলা বলেছেন, স্বামী-স্ত্রীরভিতরে আবেগের স্রোত শুকিয়েগেলে, শারীরিক বা পারস্পরিকসম্পর্কজনিত জটিলতা থাকলে তাথেকে দু’জনের মধ্যেই নিজেকেগুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয়।তাথেকেই ক্রমশ পরস্পরের কাছ থেকেদূরে সরে যান দুজনে। এক ছাদের তলায়থেকেও অচেনা হয়ে যান দু’জনদু’জনের কাছেই।

Post Top Ad

Your Ad Spot

Pages