Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 21, 2017

[লাইফস্টাইল] সঙ্গী’ই হতে পারে আপনার সেরা বন্ধু

বন্ধু দিবসকে সামনে রেখে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, আপনার জীবন সঙ্গী হতে পারে আপনার সবচেয়ে ভাল বন্ধু। ভারতের মেট্রিমোনি প্রতিষ্ঠান অনেক দম্পতিদের নিয়ে একটি গবেষণা করে এই তথ্য পেয়েছেন।সর্বকালের সেরা বন্ধু নামের সেই কন্টেস্টে ৭,১০০ জন অংশগ্রহণ করেন। তারা সেখানে তাদের জীবন, ভালবাসা, বিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করেন।তাদেরকে প্রশ্ন করার রেঞ্জ এমন ছিল যে, “যার যার নিজের সবচেয়ে ভাল বন্ধু কি জীবন সঙ্গী হবার যোগ্য?” এখান থেকে শুরু হয়ে, “আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীর ভাল বন্ধু হবার গুরুত্ব কতটুকু?” এ পর্যন্ত অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।তাদেরকে সেরা বন্ধুর সংজ্ঞা জিজ্ঞেস করা হলে তাদের মাঝে ৬৮ শতাংশ উত্তর দেন “যে অনেক বেশী যত্নবান”, ১৬ শতাংশ উত্তর দেন, “যে আপনার সাথে অনেক সময় অতিবাহিত করেন”এবং ১৬ শতাংশ উত্তর দেন, “যে সবসময় আপনার পক্ষ নেয়”।যখন বিপরীত লিজ্ঞের কারও জন্য প্রশ্ন করা হয়েছে যে, সে কি সবসময় আপনার সেরা বন্ধু হিসেবে থাকতে পারবে, তখন ৯০ শতাংশ বলেছেন, হ্যাঁ। কিন্তু যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনার সঙ্গী কি সবসময় আপনার সেরা বন্ধু হিসেবে থাকতে পারবে কিনা, তখন ৭৪ শতাংশ হ্যাঁ বলেছেন এবং ২০ শতাংশনা বলেছেন।গবেষণার পর তারা মজাদার তিনটি তথ্য উপত্থাপন করেছেন, আর তা হল-১. একজন দম্পতি সেরা বন্ধু হতে পারে।২. সেরা বন্ধু সবসময় সেরা থাকতে পারে, বিশেষ করে অন্য কারও সাথে বিয়েহবার পরও বিপরীত লিঙ্গের কেউ আপনার সেরা বন্ধু হয়ে থাকতে পারে।৩. কাউকে বিয়ে করার পূর্বে বন্ধুত্বের সম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন।সঙ্গীকে নিজের সবচেয়ে ভাল বন্ধু হিসেবে মেনে চলুন। দেখবেন আপনাদের সংসার সবসময় আনন্দময় ও হাসি-খুশি থাকবে।–সূত্র: ইন্ডিয়া টুডে।

Post Top Ad

Your Ad Spot

Pages