Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

কিশোরীর স্তন বিশাল বড় হয়ে যাওয়া

অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদেরবয়োসন্ধির সময় স্তন বিশাল বড়হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথমগর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে।বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন (Oestrogen)হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়।কোনো মেয়ের যদি এই ইস্ট্রোজেন এরপ্রতি অস্বাভাবিক স্পর্শকাতরতা (alteredsensitivity) থাকে তাহলে স্তনের এমনঅস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়।এমনটি হলে স্তন এতো বড় হয়ে যায় যে বসা অবস্থায় দুই পাশের স্তনই মেয়েটিরহাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায় সবক্ষেত্রেই দুই পাশের স্তন এই সমস্যায় আক্রান্তহয়ে থাকে। এই সমস্যাটি অস্বস্তিকরএবং অনেকসময় তা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয়তাই এর চিকিৎসা করানোর প্রয়োজন আছে। অনেক সময় ইস্ট্রোজেন বিরোধী (Antioestrogen)অসুধ ব্যবহার করে এই সমস্যায় ভালো ফলাফলপাওয়া যায়। এতে যদি স্তনছোটো হয়ে না আসে তা হলে রিডাকশনম্যামোপ্লাস্টি (Reduction mammoplasty)নামক অপারেশন করিয়েই এর স্থায়ী চিকিৎসা করাতে হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages