Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

পুরুষাঙ্গের গঠন ও কর্মকান্ড (পেনিসফাংশন)

এটি পুরুষের যৌনতার প্রধান অঙ্গ।এই অঙ্গের সাহায্যেইপুরুষরা অবর্ণনীয়তীব্র যৌনসুখ লাভকরে থাকেন।এটি নারীদের যোনিতে প্রবেশ করে প্রচুর সেক্সপ্লেজার সৃষ্টি করে।সেইসাথে আরেকটি নতুনজীবন তৈরির উপাদান 'বীর্য' ছড়িয়ে দেয়। এইপুরুষাঙ্গটি অন্ডকোষের সামনে ঝুলন্ত অবস্থায়থাকে।এটি দেখতে প্রায়একটা বুড়ো আঙ্গুলের মত। এইপেনিসটি হচ্ছে পুরুষেরপ্রস্রাব (ইউরিনেশন) করারএবং নারী সহবাসকরার একমাত্র এবং অভিন্ন চমৎকারযন্ত্র। লিঙ্গেরযে অংশটি দেহেরসাথে অর্থাৎ বস্তিদেশে বা পেলভিসথাকে তাকে বলে লিঙ্গ মূল বা গোড়া। এর পরথেকে লিঙ্গ গ্রীবারকাছে গোড়া খাঁজের মতঅংশপর্যন্তকে বলে লিঙ্গ দেহ। বাকি অংশটুকু অর্থাৎ সেই দেহেরডগায় বা লিঙ্গেরঅগ্রভাগে টুপির মতদেখতে যে লালচে বর্ণেকোমল মাংসপিন্ডেরঅংশটি দেখা যায় তাকে বলে লিঙ্গমণি বা বা গ্ল্যান্স। এই লিঙ্গমুন্ডের সামনেরদিকটা ঈষৎ সরুহয়ে এসেছে এবং এরমুখের কাছেই থাকে মূত্রনালীর মুখ।পুরুষাঙ্গের এই অগ্রভাগবা অংশটি খুবই‘স্পর্শকাতর’তথা অত্যন্ত যৌন অনুভূতিশীল অংশ। পুরুষেরপুরুষাঙ্গটি ‘স্পঞ্জেরমত’ এক প্রকার নরম সংকোচনশীল ওসম্প্রসারণশীলপেশিতন্তু বা উত্থানশীল তন্তবা ইরেক্টাল টিস্যুদিয়ে গঠিত। এরমধ্যে অসংখ্য রক্তবাহী নালী ওনার্ভের শাখা- প্রশাখা ছড়িয়ে ছিটিয়স্বাভাবিক অবস্থায়লিঙ্গবা পুরুষাঙ্গটি নরম ওছোট থাকে কিন্তু সেক্স উত্তেজনার সময় এইসব রক্তনালীতে প্রচুররক্ত এসে পূর্ণ হয়ে যায়ফলে এটি আকারে বৃদ্ধিমোটা-তাজা ও দৃঢ় হয় আরএকেই বলে ইরেকশন অফপেনিস বা পুরুষাঙ্গের উত্থান। কারোকারো লিঙ্গউত্তেজিত হলে শক্তহয়ে ডানে বা বামে বেঁএটা স্বাভাবিকএটা কোনো রোগ নয়। একজন পূর্ণ বয়স্কলোকের পুরুষাঙ্গের আকার স্বাভাবিক ওসুপ্ত অবস্থায় ৩-৪ইঞ্চি পর্যন্তলম্বা থাকে এবং এর পরিধি বা ঘের প্রায়২-৩ ইঞ্চির মতচওড়া থাকে। কিন্তু সেক্স উত্তেজনার সময়এবং যৌনমিলনেরমজাদার সময় এটি উত্থিত উত্তেজিতহয় এবং শক্ত ও মোটা হয়এবং আকারে বৃদ্ধি পেয়ে৫-৭ ইঞ্চি পর্যন্ত হয় এবং এর পরিধিটিওবৃদ্ধি পায় অর্থাৎ অনেকটা মোটা হয়প্রায় ৩-৫ ইঞ্চির মত।তবে পুরুষদের লিঙ্গেরস্বাভাবিক আকারসবার বেলায় সমান নয়। ক্ষেত্র বিশেষে এটি কমবেশি ছোট বড়, মোটা,চিকন হয়। তবে সুখেরকথা লিঙ্গের এই ছোটবড় মাপের জন্যযৌনক্ষমতা বা ভিরিলি সুখ, যৌন আরাম এবং সন্তানউৎপাদনেরক্ষমতা বা ফার্টিলিটিসাথে তেমনকোনো আহামরি সম্পর্ক বা যোগসূত্র নেই।অনেকের মাঝে এরকম ভ্রান্ত ধারণা আছে যে,পুরুষাঙ্গের আকৃতিরকিছুটা ছোটহলে তারা হয়ত সেক্সুয়াললাইফে সেটিসফাইডহতে পারবেন না। তাই অনেক সময় এরকমভাবনারবশবর্তী হয়ে তারা নান মানসিক চাপ, মানসিকঅশান্তি, ভয় ও অহেতুকদুশ্চিন্তায়ভুগতে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। তবে এইমেন্টাল কমপ্লেক্সের সাথে যদি শারীরিককোনো অক্ষমতা বিদ্যমাথাকে তবে অবশ্যইচিকিৎসা সহায়তা গ্রহকরার প্রশ্ন আসে। পাঠকবৃন্দ, আপনারা নিশ্চয়ইজেনেছেন যে,যৌনতা বা সেক্সসম্পর্কে জানতে হলে প্রমানবদেহের যৌন অঙ্গ প্রত্যঙ্গগুলোরসম্পর্কে সাধারণ জ্ঞান বা সাধারণএনাটমি জানা অত্যন্তপ্রয়োজন। আর এসবঅঙ্গের এনাটমি জেনে রাখলে যঅনুভূতি ও সেক্সসম্পর্কে সুন্দর ও সুচারুভাবে বুঝতে পারাহবে। সম্ভবহবে নিজেকে জানার এবং সেইসাথে প্রিয়জনকেও।আর তখনইযৌনতা বা সেক্স হয়ে উঠবে আরো সুখেরআরো মধুর-তৃপ্তিকর।

Post Top Ad

Your Ad Spot

Pages