Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, December 11, 2017

বৃষ্টিস্নাত বিকালে আপেলের স্ন্যাক্স

ফল খেতে কম বেশি পছন্দ করে সবাই। বিকেলের নাশতায় নতুনত্ব নিয়ে আসতে আপেল দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার রেসিপি। আর বৃষ্টির দিনে ঘরে বসে নতুন নতুন খাবারের স্বাদ নিতে অসাধারন লাগে। তাই এই বৃষ্টিস্নাত বিকালে বানিয়ে ফেলুন আপেলের স্ন্যাক্স। আর ঝটপট জেনে নিন রেসিপিটির উপকরণ ও প্রণালি।উপকরণ :আপেল- ১টি (স্লাইস),ময়দা- ১ কাপ,ডিম- ১টি,দুধ- দেড় কাপ,দারুচিনি গুঁড়া- ১ চা চামচ,চিনি- ৩ টেবিল চামচ,বেকিং সোডা- ১ চিমটি,লবণ- ১ চিমটি।প্রস্তুত প্রণালি :আপেল স্লাইস করে নিন। চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার একটি বড় পাত্রে ময়দা, ডিম ও দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। চিনি, বেকিং সোডা ও লবণ দিন। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন সব উপকরণ। প্যানে তেল গরম করে আপেলের স্লাইস ময়দার মিশ্রণে ডুবিয়ে সোনালি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

Post Top Ad

Your Ad Spot

Pages