Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

জেনে নিন ফোনের আইএমইআই নম্বরের খুঁটিনাটি

প্রতিটি ফোনের একটি স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে। আপনার ফোনটি চুরি হয়ে গেলে ফোন লক করতে বা খুঁজে পেতে এই নম্বরটি লাগে।আইএমইআই নম্বর কী?প্রত্যেক মোবাইলে থাকে ১৫ ডিজিটের একটি উইনিক নম্বর। দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি বা IMEI বিশ্বব্যাপী যেকোন ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যাবহৃত হয়। আর তাই সম্প্রতি ডুয়াল সিম ফোনে থাকে দুটি করে আইএমইআই নম্বর।ফোনে আইএমইআই নম্বর খুঁজে পাবেন কি করে?দুইভাবে আপনি আপনার ফোনের আইএমইআই নম্বর পেতে পারেন। আপনার ফোন থেকে*#06# ডায়াল করে আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর। এছাড়াও আপনার ফোনের বাক্সের গায়ে লেখা থাকে আপনার ফোনের আইএমইআই নম্বর।কি কাজে ব্যবহৃত হয় আইএমইআই নম্বর?প্রধানত কোন ফোন চিহ্নিত করতে ব্যবহার করা হয় আইএমইআই নম্বর। এছাড়াও যেকোন ফোন ট্রেস করা যায় আইএমইআই নম্বর দিয়ে। আইএমইআই নম্বর বদল করা প্রায় অসাধ্য।কীভাবে জানবেন আপনার আইএমইআই নম্বর সঠিক কি না?রাস্তার পাশে সস্তা দামের মোবাইলে থাকে না সঠিক আইএমইআই নম্বর। সেক্ষেত্রে আপনি IMEI.Info ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন ফোনের আইএমইআই নম্বর সঠিক কী না।আইএমইআই নম্বর ব্যবহার করে মোবাইল ব্লক করার কৌশল:স্টেপ ১। আপনার ফোনের আইএমইআই নম্বরটি জানুন।স্টেপ ২। এবার আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।স্টেপ ৩। এবার আপনি তাদের আপনার আইএমইআই নম্বরটি বলে তা ব্লক করে দেওয়ার অনুরোধ জানান।স্টেপ ৪। কয়েক মিনিটের মধ্যে ব্লক হয়েযাবে আপনার মোবাইল ফোন।

Post Top Ad

Your Ad Spot

Pages