Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

ছেলে মেয় উভায়ের সৌন্দর্যের কিছু টিপস!

টিপস:- ১যতটা পারে রোদ থেকে বাঁচুন। ছাতা এবংসানগ্লাস ব্যবহার করুন।যখনই বাহিরেযাবেন সানস্ক্রিন ব্যবহার করুন।টিপস:-২যখনই সুইমিং পুল, সমুদ্রের ধারে বা বরফপড়ে এমন জায়গায় যাবেন, তখনই সানস্ক্রিন লাগাবেন। কারণ জল বা বরফেসূর্যরশ্মি বেশি প্রফলিত হয়।টিপস:- ৩তিল বেটে নিন অথবা গুড়ো করে নিন। এতেসামান্য জল মিশিয়ে ছেঁকে নিন। একটাসাদা রঙের তরল পাবেন সেটা মুখেলাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়লাগান। ত্বক ফর্সা হয়ে যাবে।টিপস:- ৪ত্বকের রং আরও ফর্সা করার জন্য দইলাগান মুখে। মিনিট কুড়ি রাখুন। তারপরেধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকমলাগাতে হবে।টিপস:- ৫নিয়মিত দুধ দিয়ে মুখ ধুয়ে মুছে ফেললেওত্বক ফর্সা হয়।টিপস:- ৬যদি আপনার অয়েলি স্কিন হয় তা হলে ত্বকআরো উজ্জল ও আরো ফর্সা করার জন্যনিন্মলিখিত পদ্ধতি অনুকরণ করুনঃলেবুর রস আর ডিমের ডিমের সাদা অংশ সমপরিমাণে মেশান। তা মুখে লাগিয়ে রাখুনকুড়ি মিনিট এবং পরে ধুয়ে ফেলুন।টিপস:- ৭সারা গায়ের রং উজ্জল করতে বেসন, দই আরসামান্য হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।স্নানের সময় সাবানের বদলে এটিব্যবহার করুন নিয়মিত।টিপস:- ৮অনেক সময় হাত, পা, হাঁটু, কনুই কালো হয়েযায়। এ ক্ষেত্রে আধ কাপ পেঁপের শাঁস, এক-চামচ তরমুজের রস, এক-চামচ লেবুর রস,আধখানা ডিমের সাদা অংশ, এক-চামচ মধুএকসঙ্গে মিশিয়ে নিন। যেখানে প্রয়োজনএই মিশ্রণটি লাগান। শুকোতে দিন, তারপরধুয়ে ফেলুন।টিপস:- ৯যদি আপনার ত্বক শুষ্ক হয়, দু চা-চামচকাঁচা দুধ, দু চা-চামচ আলুর রস ঠান্ডা করেএটি ব্যবহার করুন ক্লেনজার হিসেবে।টিপস:- ১০শুষ্ক ত্বকের ক্ষেত্রে চন্দন, মালাই আরসামান্য হলুদ একসঙ্গে মিশিয়ে মুখেলাগান। ত্বক আরো উজ্জল এবং আরো ফর্সাহবে।টিপস:- ১১এক চিমটে জাফরান, কাঁচা দুধে মিশিয়েমুখে লাগান প্রত্যেকদিন। পনেরো দিনধরে।টিপস:- ১২যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা মুগের ডাল গুড়োকরে সামান্য জলে মিশিয়ে প্রত্যেকসপ্তাহে একদিন করে মুখ স্ক্রাব করুন।কারণ ত্বকের উপরে মরা কোষের পরত জমেমুখের ত্বক কালো দেখায়।টিপস:- ১৩তৈলাক্ত ত্বকের অধিকারীরা আরেকভাবেফর্সা হতে পারেন। এক চা-চামচকমলালেবুর শুকনো খোসা গুড়ো, এক চা-চামচমেথি গুড়ো, ও কমলালেবুর রস দিয়ে মেখেনিন। এই মিশ্রণ মুখে ও গলায় লাগান।পরেজল দিয়ে ধুয়ে ফেলুন।টিপস:- ১৪আধ টুকরো পাকা কলা নিন। ভাল ভাবে চটকেনিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান।এরপর মুখে লাগান প্রায় আধা ঘন্টার মত।ঠান্তা জলে ধুয়ে ফেলুন।টিপস:- ১৫যাঁদের ত্বক শুষ্ক তাঁরা এক চা-চামচলালমুসূর ডাল গুড়ো রাতভর দুধে ভিজিয়ে রাখুন।এরপর মুখে ও গলায় মাখুন। বিশ মিনিটপরেধুয়ে ফেলুন।টিপস:- ১৬মেওয়া আর দুধ একসঙ্গে বেটে নিন। রোজ দুমিনিট করে এই মিশ্রণ মুখে ও গায়েমাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন শীতলজলে।টিপস:- ১৭সারা গায়ের ত্বক উজ্জল করতে বেসন ওখাঁটি সরষের তেল একসঙ্গে মিশিয়েস্নানের আগে সারা গায়ে মেখে নিন।মাখানো আবস্থায় আধ ঘন্টা রেখে স্নানকরে ফেলুন।টিপস:- ১৮মধু আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখেলাগিয়ে রাখুন মিনিট পনেরো। মধু যখনআপনার ত্বক উজ্জল করবে, লেবুর প্রাকৃতিকব্লিচিং গুন ত্বককে করবে আরও ফর্সা।টিপস:- ১৯লক্ষ্য করে থাকবেন অনেক ফর্সা লোকেরওঠোঁটের রং কালচে। কিন্তু সে জন্যকিছুমাত্র নিরাশ হবেন না। কয়েক ফোঁটাপাতিলেবুর রস, মধু ও মাসাজ ক্রীমমিশিয়ে দিনে দু’বার ঠোঁটে মাসাজ করলেমাস খানেকের মধ্যেই সুফল পাবেন। তবেব্যবহারটা নিয়মিত ও নিষ্ঠার সাথেকরতে হবে। এভাবে চোখের নিচের কালিওঅপসারিত হবে।টিপস:- ২০হাতের কনুই, হাটু, পায়ের পাতার ত্বককালো হলে খুব খারাপ দেখায়। কালো ছোপপড়ে, চামড়া শক্ত হয়ে যায়। এই সমস্যাথেকে মুক্তি পেতে দু-চমচ লবন, দু-চামচচিনি আর এক চামচ খাবার সোডা একটাকাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।প্রতিদিন পাতিলেবুর রস ও শসার রস বোতলথেকে অথবা মিশ্রণটি বের করে মিশিয়েএকটি প্যাক তৈরি করুন। এবার কালো হয়েযাওয়া অংশে লাগিয়ে রাখুন ২০ মিনিট।এরপর ভাল করে পানি দিয়ে ধুয়ে সামান্যক্রিম দিয়ে মাসাজ করে নিন।

Post Top Ad

Your Ad Spot

Pages