Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 13, 2017

একজন গ্রাহকের সিম-এর সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণকরা হয়েছে

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের সিম-এর সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে (প্রি-পেইড, পোস্ট-পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে) । এখন থেকে উক্ত সীমার বাইরে কোন গ্রাহক(কর্পোরেট গ্রাহক ব্যাতিত) সিম নিবন্ধন করতে পারবে না।কিভাবে একটি আইডির বিপরীতে সিমের সংখ্যা জানবেনঃ১) ইউ এস এস ডিঃ *১৬০০১# ডায়াল করে আইডির শেষ চার সংখ্যা লিখতে হবে। বিটিআরসি’র সিস্টেমের সাথে মিললে গ্রাহক এসএমএসের মাধ্যমে তার মোট নম্বরের তালিকা পাবেন।২) এস এম এসঃ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আইডির শেষ চার সংখ্যা লিখে ১৬০০১নম্বরে পাঠাতে হবে। বিটিআরসি’র সিস্টেমের সাথে মিললে গ্রাহক এসএমএসের মাধ্যমে তার মোট নম্বরের তালিকা পাবেন।যে সকল গ্রাহক ইতিমধ্যে উক্ত সীমা অতিক্রম করেছেন, সে সকল গ্রাহকদের আগামি ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে গ্রামীণফোন সেন্টারে হাজির হয়ে মালিকানা পরিবর্তন করে নিতে হবে। উক্ত সময়ের পর সকল গ্রাহকের সর্বোচ্চ সীমার অতিরিক্ত সিম বিটিআরসি নির্ধারিত পদ্ধতির ভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে।মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনঃমালিকানা প্রদানকারী ও গ্রহনকারী উভয়কেই সশরীরে উপস্থিত থাকতে হবেপাসপোর্ট সাইজ ছবিঃ দাতার জন্য ১ কপি, গ্রহীতার জন্য ২ কপিআইডি কপিঃ শুধুমাত্র গ্রহীতার জন্য

Post Top Ad

Your Ad Spot

Pages