Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

পুরুষের গোপন দুর্বলতা চিরতরে দূর করার উপায়

পুরুষের দুর্বলতা বলতে যৌন অক্ষমতাবা যৌন আচরণে অতৃপ্তি , যৌনঅসন্তোষ ইত্যাদি বোঝানো হয়েথাকে। মূলত যৌন আচরণের যে দিকটিপুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতরতাহলো পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানেব্যর্থতা । এটিকে আমরা অনেক সময়ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি।অবশ্য মেডিকেল টার্ম হিসেবে একেইম্পোটেন্স বা পুরুষত্বহীনতাও বলাহয়ে থাকে। একজন পুরুষ যখন যৌন সঙ্গমবা যৌনমিলনের জন্ যমনোশারীরিকভাবে প্রস্ততি লাভকরে তখন যদি তার লিঙ্গ বা পুরুষাঙ্গসঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থিন নাহয়তবে তা তার জন্য অত্যন্তবেদনাদায়ক। সন্তোষজনকভাবে সেক্সকরার জন্য ইরেকশন বা লিঙ্গেরপর্যাপ্ত উত্থান একটি বাধ্যতামূলকআচরণ। এর ফলশ্রুতিতে পুরুষের যৌনআগ্রহ বা যৌন ইচ্ছার যেমন ঘাটতিদেখা যায় তেমনি চরমপুলক অনুভূতিলাভও তার ভাগ্যে জোটে না। যে পুরুষএর ভুক্তভোগী তিনিই কেবল জানেনএর কেমন মর্মপীড়া। অথচ মেডিকেলস্বাস্থ্য বিজ্ঞানে পুরুষত্বহীনতারঅনেক আধুনিক কার্যকারী চিকিতসারয়েছে। এখানে উল্লেখ্য যে,ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গউত্থানজনিত নানা সমস্যা যে কোনোবয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে।হঠাৎ করে দুই একবার লিঙ্গ উত্থিন নাহওয়া কোনো বড় সমস্যা নয় এটি আপনাআপনি দূর হয়ে যায়।ফিজিশিয়ানরা সাধারণত ইম্পোটেন্সবা পুরুষত্বহীনতার টার্মটির পরিবর্তেইরেকটাইল ডিসফাংশন টার্মটি বেশিব্যবহার করে থাকেন , কেননা এটিইম্পোটেন্সির চেয়েও অনেক ব্যাপকঅর্থ বহন করে। পুরুষের যৌন কর্মেরমানে যে কেবলমাত্র পুরুষাঙ্গেরইরেকশন বা উত্থান হওয়া তা কিন্তু নয়এর সঙ্গে মনোগত এবং আবেগজনিতঅনেক ফ্যাক্টরই জড়িত। পুরুষত্বহীনতাশব্দটির সঙ্গে যেহেতু অনেকনেতিবাচক ধারণা জড়িত তাইইরেকটাইল ডিসফাংশন টার্মটিআমরা ব্যবহার করব। শারীরিক বাদৈহিক নানা কারণে যেমন লিঙ্গউত্থানে সমস্যা হতে পারে ঠিকতেমনি মানসিক সমস্যার কারণে বাআবেগজনিত বা সাইকো সেক্সুয়াল(মানসিক যৌন সমস্যা) ইত্যাদিরকারণেও পুরুষত্বহীনতা হতে পারে।যে কারণেই হোক না কেনডায়াগনোসিস বা রোগ নির্ণয় হচ্ছেসবার আগে। সঠিক চিকিতসাব্যবস্থাপনার জন্য পুরুষত্বহীনতার জন্যউপযুক্ত কারণ খুজে বের করে তবেই তারচিকিতসা করতে হবে। এ নিবন্ধেআমরা লিঙ্গ উত্থানজনিত নানাসমস্যা যেমন-পুরুষত্বহীনতা কেন হয়?এ সমস্যার (পুরুষত্বহীনতা) কি কিউপসর্গ রয়েছে?কখন এ সমস্যা বেশি হয়?কোন কোন ক্ষেত্রে এ সমস্যার ঝুঁকিবেশি থাকে?কখন ডাক্তারের পরামর্শ নেয়া উচিত?ইরেকটাইল ডিসফাংশনের জন্য কি কিপরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন?এর আধুনিক চিকিতসা ব্যবস্থাপনা?এটি কি ভাবে প্রতিরোধ করবেন?প্রচলিত মেডিকেশন/ওষুধ?সার্জারির মাধ্যমে চিকিতসা এবংঅন্যান্য চিকিত সা পদ্ধতি সম্পর্কেবিস্তারিতভাবে আলোকপাত করব?লিঙ্গ উত্থানজনিতসমস্যার কারণ-ইরেকশন প্রবলেমের জন্য মূলত দুইধরনের কারণ দায়ী। ফিজিক্যাল বাশারীরিক কারন-(এটি সাধারণত রক্তনালী সম্পর্কীয়বা নার্ভের সাথে সম্পর্কিত)সাইকোলজিক্যাল বা মনোগত কারণ –নানা ধরনের মানসিক বিকারজনিতকারণে পুরুষত্বহীনতা অনেকক্ষেত্রেইঘটে থাকে।আবার অনেকের লিঙ্গ উত্থানজনিতনানা সমস্যার পেচনে রক্তনালী,লার্ভ বা স্নায়ু, নানা ধরনেরসাইকোলজিক্যাল বা মানসিককারণজনিত ফ্যাক্টর দায়ী থাকতেপারে।শারীরিক নানা কারণের মাঝেরয়েছে দীর্ঘ মেয়াদি অসুস্থতা,ইনজুরি বা আঘাত, অপারেশনজানতকারনে জটিলতা যেমন-প্রস্টেটসার্জারিজনিত সমস্যা ইত্যাদি।এসকল সমস্যার কারণে পেনিসেপর্যাপ্ত পরিমাণে স্নায়ুবিক সংবেদীতাড়না ও রক্তপ্রবাহ বিঘ্নতা ঘটেথাকে। এখানে একটি কথা বলে রাখাপ্রয়োজন ইরেকশন হলো এক ধরনেরভাসকুলার বা রক্তনালীতে পর্যাপ্তরক্ত সংবহনজনিত ঘটনা। যদিস্নায়ুতন্ত্র যৌনশিহরণের জন্যপর্যাপ্ত পরিমাণ সিগন্যাল বাসংকেত পাঠাতে না পারে তাহলেপেনিসের রক্তনালীগুলোতেইরেকশনের জন্য প্রয়োজনীয় পরিমাণেরক্ত আসে না ফলে লিঙ্গ উত্থান ঘটেনা। গবেষণা সমীক্ষায় প্রতীয়মানহয়েছে যে, শতকরা ৪৮ ভাগ ক্ষেত্রেপুরুষত্বহীনতার মূল কারণ ভাসকুলারবারক্তনালী সম্বন্ধীয় নানা সমস্যাশতকরা ১৪ ভাগ ক্ষেত্রেপুরুষত্বহীনতার ক্ষেত্রে নার্ভকেদায়ী করা হয়েছে। নানা ধরনেরনিউরোলজিক বা স্নায়ুবিক সমস্যারকারণে যৌন অক্ষমতা ঘটতে পারে।লিঙ্গ উত্থানজনিতসমস্যাশতকরা ৩ ভাগ ক্ষেত্রে পেনিসেরকাঠামো অথবা এর পার্শ্ববর্তীকোষকলাকে ইরেকশনের প্রবলেমেরজন্য দায়ী করা হয়েছে।কতক ওষুধেরপার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণেযেমন-যারা উচ্চ রক্তচাপবিরোধী ওষুধসেবন বা করছেন বিষন্নতাবিরোধীওষুধ সেবন করছেনতাদের ক্ষেত্রেওসাময়িক যৌন অক্ষমতা ঘটাতে পারে।হরমোনাল ফ্যাক্টরস বা হরমোনেরতারতম্যজনিত কারণে পুরুষত্বহীনতাশিকার অনেকেই হতে পারে।জিষ্কের স্বল্পতাজনিত কারণেঅনেকের পুরুষত্বহীনতা হতে পারে।সাধারণত শতকরা ৫০ ভাগ ক্ষেত্রেপুরুষত্বহীনতার কারণ হিসেবেশারীরিক অসুস্থতাগুলোকেই দায়ীকরা হয়ে থাকে। দৈহিক বাশারীরিক অসুস্থতার জন্য যেমনইরেকশন বা লিঙ্গ উত্থানের সমস্যাহতে পারে। ঠিক তেমনি মনোগতনানা সমস্যায়ও যৌন অক্ষমতা হতেইপারে। এগুলোর মাঝে রয়েছেডিপ্রেশন বা বিষন্নতা এ্যাংজাইটিবা দুশ্চিন্তা, মনোদৈহিক চাপ বাস্ট্রেস, দীর্ঘমেয়াদি অনুশোচনাবোধঅথবা নারী-পুরুষেরআন্তঃসম্পর্কজনিত নানা সমস্যা।এসকল নানা সমস্যায় যৌন সঙ্গম বাযৌনমিলনের সময় পুরুষ একটু অন্যমনস্কহয়ে থাকে ফলে স্বাভাবিক যৌনতারজন্য যে শিহরণ লাভ করা উচিত তারমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেককমে যায়। ফলে ইরেকশন বা লিঙ্গউত্থান ঘটে না।সাইকোলজিক্যাল নানা সমস্যার জন্যশতকরা ৪০ ভাগেরও বেশি ক্ষেত্রেইরেকশন বা লিঙ্গ উত্থানে সমস্যা হয়:যেসব পুরুষের বয়স ৫০ বছরের নিচেতাদের ইরেকশন বা লিঙ্গউত্থানজনিত সমস্যার মূল কারণসাইকোলজিক্যাল বা মানসিকসমস্যা।নারী – পুরুষের মাঝেআন্তঃসম্পর্কজনিত নানা দ্বন্দ্ব,দাম্পত্য কলহ দুজনের সাঝে অন্তরঙ্গসম্পর্কের অনুপস্থিতি,একজনআরেকজনের নিকট নানা ব্যক্তিগতবিষয় গোপন করা ইত্যাদি নানাকারণে যৌন পার্টনারদের মাঝেওনানা সমস্যা দেখা দিতে পারে।আবার এটাও ঠিক যে, কোনো পুরুষ যদিনির্দিষ্ট কোনো নারীর প্রতি যৌনআগ্রহ বা যৌন ইচ্ছা হারিয়ে ফেলেতার ক্ষেত্রেও ইরেকশনের সমস্যাহতে পারে। যে পুরুষের হঠাত করেবিবাহ বিচ্ছেদ হয়েছে তারও লিঙ্গউত্থানে সমস্যা হতে পারে। কতকপুরুষের আবার স্ত্রীর প্রথম সন্তানজন্মের পর সেক্সুয়াল ইন্টারকোর্সেকতক সমস্যা দেখা দিতে পারে।লিঙ্গ উত্থানজনিতসমস্যার নানা উপসর্গপুরুষের পুরুষঙ্গ যখন উত্থিত না হয় তখনলিঙ্গ সম্পর্কীয় কতক উপসর্গ দেখাদিয়ে থাকে। এগুলো হলোঃপুরুষ ইচ্ছা করলে পার্টনারেরউপস্থিতিতে বা অনুপস্থিতিতে লিঙ্গউত্থান ঘটাতে পারে না। এর মানেহলো পুরুষ যদি পার্টনারেরঅনুপস্থিতিতে হস্তমৈথুন করতে চায়তথাপিও তাদের লিঙ্গ উত্থিত হয় না।একবার ইরেকশন বা লিঙ্গ উত্থানহলেও উত্থানজনিত অবস্থা একেবারেধরে রাখতে না পারা। এর ফলে লিঙ্গএকবার শক্ত হলেও একটু পরে আবারআগের মত স্বাভাবিক নরম অবস্থায়চলে যায়। যৌন সঙ্গম বাইন্টারকোর্সের সময় সঙ্গমকেপরিপূর্ণতা দান করতে বা সঙ্গমেসন্তুষ্টি লাভ করতে যে পরিমাণইরেকশনের প্রয়োজন তা না হওয়া।যৌন আগ্রহ বা যৌন ইচ্ছাইত্যাদিতেও ঘাটতি দেখা দিতেপারে। পুরুষের চরমপুলকজনিত ব্যর্থতাএবং বীর্যস্খলনজনিত নানা সমস্যাওএকই সঙ্গে বিরাজ করতে পারে।কখন এ সমস্যা বেশি হয়।পেনিসবেশিরভাগ পুরুষের প্রফেশনাল বাহঠাত করে দু-একবার লিঙ্গ উত্থানেরসমস্যা হতে পারে। কিন্তু এই লিঙ্গউত্থানজনিত সমস্যা যখনদীর্ঘমেয়াদি রূপ লাভ করে এবংঅব্যাহতথাকে তখনই তা ব্যক্তিরব্যক্তিত্বের ওপরে এবং ব্যক্তির যৌনজীবনে নানা ধরনের শষ্কা ওনেতিবাচক অনুভূতির জন্ম দেয়।এখানে একটি কথা বিশেষভাবে বলাদরকার একবার যাদের লিঙ্গউত্থানজনিত সমস্যা হয়ে প

Post Top Ad

Your Ad Spot

Pages