Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 21, 2017

[লাইফস্টাইল] চুল পড়া রোধ ফর্মুলার পেটেন্ট যুদ্ধ

হলুদ, পাইন গাছের ছাল আর চা পাতার মিশেলে তৈরি হয় চুল পড়া রোধের বিশেষএক ওষুধ। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান এইঔষধি ফর্মুলার পেটেন্ট করার চেষ্টাচালায়। কিন্তু ভারতীয় ঐতিহ্যে আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রে এই চিকিৎসার প্রচলনের বিষয়টি প্রমাণ করে ভারত এ বিষয়ে নিজেদের দাবি উত্থাপন করার ফলে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটির পেটেন্ট আবেদন নাকচ হয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া আজ এ খবর জানিয়েছে।ইউরোপিয়ান পেটেন্ট অফিসের কাছে চুলপড়া রোধের এই ঔষধি ফর্মুলার বিষয়ে নিজেদের দাবি উত্থাপন করেছিল ভারতের ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি (টিকেডিএল)। ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) এই সহযোগী প্রতিষ্ঠানটি দেশটিতে কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী আয়ুর্বেদ ও ইউনানি শাস্ত্রের হলুদ, পাইন গাছের ছাল আর চা পাতার মিশেলে চুল পড়া রোধের এ ঔষধির পক্ষে নানা প্রমাণ দেয়।২০১১ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্যানজেয়া ল্যাবরেটরিসএই ঔষধি ফর্মুলার পেটেন্টের আবেদন করে। এর পরপরই এই পেটেন্টের বিষয়ে আপত্তি জানিয়ে আবেদন করে ভারতের সিএসআইআর-টিকেডিএল এর কর্মকর্তারা। ২০১৪ সালের ১৩ জানুয়ারি ইউরোপিয়ান পেটেন্ট অফিসের ওয়েবসাইটে ভারতের দাবিনামা এবং তার পক্ষে নানা প্রমাণাদির কথা প্রকাশ করা হয়। এ বছরের জুনে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটিরপেটেন্ট আবেদন ‘কার্যত প্রত্যাহার’ হয়ে যায়।ভারতের স্থানীয় ও ঐতিহ্যবাহী জ্ঞানের মেধাস্বত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি। আন্তর্জাতিক পেটেন্ট অফিসগুলোতে ভারতের অধিকার প্রতিষ্ঠাতেও সোচ্চার এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ ও যোগ শাস্ত্রসহ ভারতীয় ঐতিহ্যবাহী শাস্ত্রের নানা ওষুধ ও চিকিৎসা পদ্ধতির নানা শাখা-প্রশাখার প্রায় ২৫ হাজার বিষয়ের তালিকা ও বিন্যাস নথিবদ্ধ করেছেন এখানকার গবেষকেরা।সুত্র: প্রআ

Post Top Ad

Your Ad Spot

Pages