Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

আকর্ষণীয় নারীদের সঙ্গে আলাপচারিতায়সহজাতভাবেই পুরুষদের কণ্ঠে মাধুর্য ফুটে ওঠে

আকর্ষণীয় কোনো নারীর সঙ্গে আলাপচারিতার সময় পুরুষরা সহজাতভাবেই কণ্ঠটাকে তরল করে ফেলতেপারেন। ব্রিটেনের ইউনিভার্সিটি অব স্টিরলিংয়ের এক দল গবেষক আবেগী মুহূর্তে নারী-পুরুষের কণ্ঠের বিভিন্ন স্তরের ধ্বনি, কণ্ঠের মাধুর্য ও শব্দের দ্যোতনা নিয়ে গবেষণা করেন। এ গবেষণার প্রধান জুয়ান ডেভিড লিওনগোমেজ বলেন, কণ্ঠের এ সূক্ষ্ম উত্থান-পতনের মাধ্যমে যেভাবে কথা বলা হয় তা অপরজনের কাছে বক্তাকে আকর্ষণীয় করেতোলে।স্থানীয় ব্রিটিশ এবং চেক রিপাবলিকের ১১০ জন মানুষকে বেছে নেওয়া হয় যারা সবাই যথেষ্ট কামুক। এরা একে অপরের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে আকর্ষণীয় এবং আকর্ষণীয় নয় এমন পুরুষদের পৃথক করা হয়। দেখা যায়, যে সব পুরুষ বেশ তরল কণ্ঠে এবং কণ্ঠে কারুকার্য ও মাধুর্য মিশিয়ে কথা বলেছেন তারা নারীদের চোখে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছেন। পুরুষরা যে সব নারীর প্রতি আকর্ষণ বোধ করেছেন তাদের সঙ্গে আলাপচারিতার সময় কণ্ঠের নানা উত্থান-পতন ঘটিয়েছেন। গবেষণায় আরো দেখা যায়, পুরুষরা কারো প্রতি আকর্ষণবোধ করলে আবেগ থেকেই এভাবে কথা বলেন এবং নারীরাও এমন কারুকার্যখচিত কণ্ঠের মাধুর্যে মোহিত হয়ে যান।লিওনগোমেজ আরো বলেন, তবে পুরুষদের জন্য গম্ভীর কণ্ঠে কথা বলাই ভালো। আবার অতিমাত্রায় গম্ভীর কণ্ঠ মেয়েদের কাছে আগ্রাসী বলে মনে হয়।গবেষণায় আরো দেখা হয়, আকর্ষণীয় কোনো নারীর সঙ্গে আলাপচারিতার সময় পুরুষদের কণ্ঠ এমন হয়। কিন্তু কম আকর্ষণীয় কোনো নারী সঙ্গে কথা বলতে গেলে কণ্ঠের এই মাধুর্য ফুটে ওঠে না।

Post Top Ad

Your Ad Spot

Pages