Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, December 18, 2017

লাভ ম্যারেজ অথবা প্রেম করে পালিয়ে বিয়ে

লাভ ম্যারেজ অথবা প্রেম করে পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ভালবাসার মানুষ যখন বলে “তোমাকে বিয়ে করবো চলে এসো” তখন সবাই সাড়া দিতে পারেনা। এক্সকিউজ দেখায় ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। আসলে এরা মুখে ভালোবাসি বললেও লাইফ পার্টনার হিসেবে মানতে পারে না বলেই বিয়েতে রাজি হয় না।কোন ফ্যামিলিই তার ছেলে, ছেলে বউকে দূরে ঠেলে দেয় না।বাবা মা তাদের সন্তানের সুখই চান।এই ব্যাপারটা জাস্ট ওনাদের বুঝায় দিতে হয় “আমি এই মেয়েকে নিয়ে সুখি বা আমি এই ছেলেকে নিয়ে সুখি”।হ্যা যারা লোভে পড়ে ভালবাসা করেন তাদের ব্যাপারটা ভিন্ন। বিয়ের পর চাহিদামত সার্ভিস না পাওয়ার কারণে শুরু করে দেন ঝগড়া ঝাটি(ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য)। প্রকৃত ভালবাসা কখনই ভাত-কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাসসাক্ষি, স্ত্রি স্বামী কে চুল বিক্রি করেও খাওয়াইছে (আইয়ুব নবীর স্ত্রি)। যাই হোক আজকে অনেকে বলেন ফ্যামিলির বাহিরে বিয়ে করবো না, ফ্যামিলি যেখানেকরায় সেখানেই করব (ছেলে -মেয়ে উভয়েই) তাদের জন্য বলছি “কাউকে ভালোবাসার আগে ফ্যামিলির অনুমতি নিয়েছিলেন? কাউকে বাবুর বাবা,মা হওয়ার স্বপ্ন দেখানোর আগে ফ্যামিলির অনুমতি নিয়েছিলেন? কাউকে “জানু” বলার আগে ফ্যামিলির অনুমতি নিয়েছিলেন? ব্লা ব্লা ব্লা ব্লা !!!নিশ্চয় নেন নি।তবে কেন ভালবাসা কে পরিপূর্ণ একটা রূপ দেয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়!? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোন ফ্যাক্ট না কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট, হা হা হা হোয়াট আ নাইস জোকিং !!অনেকেই বলবেন” বাবা -মার অমতে বিয়ে করলে সুখি হওয়া যায় না” তাদের কে বলব “আপনি যদি সত্যিকার ভালবাসা বেসে থাকেন তবে বাবা-মার মতানুযায়ী বিয়ে করে কিভাবে সারাজীবন সুখে থাকবেন? ভালবাসা ছাড়া সুখ কিভাবে পাওয়া সম্ভব!? আসলে ব্যাপার এসব কিছুই না। সত্যি কথা হল আপনাদের চিন্তা এমন”প্রেম করছি, ভালবাসছি ঠিকাছে কিন্তু বিয়ে করব না”।কারণ সে ব্যাক্তিটি (ছেলে-মেয়ে) হয়ত আপনার সাথে মানায় নি আবেগে ভালবেসে ফেলেছেন। সে হয়ত ততটা স্মার্ট না যতটাআপনি চান। সে হয়ত ততটা ধনী না যতটা আপনি চান। সে হয়ত ততটা শিক্ষিত না যতটা আপনি চান। সে হয়ত তেমন জব করে না যেমনটা আপনি চান। ইত্যাদি ইত্যাদি। খুঁজে দেখলে এমন কোন একটা কারণই পাওয়াযাবে।তাই সবাইকেই বলব যদি কাউকে সত্যিকার ভাবে ভালবাসেন,তবে পাওয়ার জন্যই ভালবাসবেন। যোগ্যতা, ক্যারিয়ার, স্মার্টনেস এসব দেখে আর যাই হোক ভালবাসা হয় না কারণ এগুলা চিরস্থায়ী নয়। যেকোন একটা এক্সিডেন্ট এ তার যোগ্যতা, ক্যারিয়ার, স্মার্টনেস এসব নষ্ট হয়ে যেতে পারে কিন্তু মনের সত্যিকার ভালবাসা কখনই নষ্ট হয় না।যদি যথাযথ ভাবে কারো ভালবাসাকে রেসপেক্ট না করতে পারেন তবে ভাইয়া, আপু আপনাদের বলছি “ভালবাসা আপনাদের জন্য নয়,প্লিজ আপনারা এভাবে ভালবাসার নামে কারো মন ভাংগার হীন খেলায় মেতে উঠতে পারেন না”। সত্যিকার প্রেম ভাংগার কষ্ট সহ্য করতে না পেরে কত প্রাণ শেষ হয়ে গেছে তার ইয়ত্তা নেই।(Collected)

Post Top Ad

Your Ad Spot

Pages